কলকাতা, 1 অগাস্ট : 'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । 'বিশ্ব বাংলা' লোগোর মালিক কে? রাজ্য সরকার না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে বিতর্ক তৈরি হয় । BJP ঘনিষ্ঠ এক আইনজীবীর পাশাপাশি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী গতবছর হাইকোর্টে আলাদা আলাদা দুটি জনস্বার্থ মামলা করেন । মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনিয়ে হলফনামা দিয়ে জানাতে বলেন । হলফনামায় সন্তুষ্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ মামলা দুটি খারিজ করে দেন ।
মামলাকারীর আইনজীবী পার্থ ঘোষ বলেন, "2013 সালের সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে বিশ্ব বাংলার লোগোর মালিকানার আবেদন জানান । 2014 সালে রাজ্য সরকারও একই লোগোর জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানায়৷ 2014 সালের শেষের দিকে রাজ্যের আবেদন খারিজ করে দেয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া । 2017 সালের জুন মাসে 'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আগের আবেদনটি প্রত্যাহার করতে নতুন করে আবেদন জানান । 2018 সালের 7ই জুন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে বিশ্ব বাংলার লোগোর মালিকানা দেয় ।" যদিও এই 2013-2018, এই পাঁচ বছর 'বিশ্ব বাংলা' লোগোর থেকে যে মুনাফা এসেছে তা কার ঘরে গেল সেই প্রশ্ন তোলেন তিনি ।
অন্যদিকে 'বিশ্ব বাংলা' লোগোর আসল মালিক কে তা জানতে মামলা করেন সুজন চক্রবর্তীও । বিষয়টি খতিয়ে দেখতে তিনি SIT গঠনের দাবি জানান । পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে বিষয়টি জনসমক্ষে আনারও দাবি জানান ৷ মামলাটি গতবছর থেকে একাধিকবার শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এরপর বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের বেঞ্চে ওঠে । তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে বলেন । শেষে হাইকোর্ট জানিয়েছে, জনস্বার্থ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মালিক কি না সেই প্রশ্ন তোলা হয়েছিল । কিন্ত সেরকম কোনও প্রমাণ না পাওয়ায় মামলাটি
খারিজ করে দেওয়া হল । বলা যায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বিশ্ব বাংলা' লোগো বিতর্ক থেকে মুক্তি দিল হাইকোর্ট ।