ETV Bharat / city

'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ।

'বিশ্ব বাংলা' লোগো
author img

By

Published : Aug 1, 2019, 5:04 PM IST

কলকাতা, 1 অগাস্ট : 'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । 'বিশ্ব বাংলা' লোগোর মালিক কে? রাজ্য সরকার না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে বিতর্ক তৈরি হয় । BJP ঘনিষ্ঠ এক আইনজীবীর পাশাপাশি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী গতবছর হাইকোর্টে আলাদা আলাদা দুটি জনস্বার্থ মামলা করেন । মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনিয়ে হলফনামা দিয়ে জানাতে বলেন । হলফনামায় সন্তুষ্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ মামলা দুটি খারিজ করে দেন ।

মামলাকারীর আইনজীবী পার্থ ঘোষ বলেন, "2013 সালের সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে বিশ্ব বাংলার লোগোর মালিকানার আবেদন জানান । 2014 সালে রাজ্য সরকারও একই লোগোর জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানায়৷ 2014 সালের শেষের দিকে রাজ্যের আবেদন খারিজ করে দেয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া । 2017 সালের জুন মাসে 'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আগের আবেদনটি প্রত্যাহার করতে নতুন করে আবেদন জানান । 2018 সালের 7ই জুন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে বিশ্ব বাংলার লোগোর মালিকানা দেয় ।" যদিও এই 2013-2018, এই পাঁচ বছর 'বিশ্ব বাংলা' লোগোর থেকে যে মুনাফা এসেছে তা কার ঘরে গেল সেই প্রশ্ন তোলেন তিনি ।


অন্যদিকে 'বিশ্ব বাংলা' লোগোর আসল মালিক কে তা জানতে মামলা করেন সুজন চক্রবর্তীও । বিষয়টি খতিয়ে দেখতে তিনি SIT গঠনের দাবি জানান । পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে বিষয়টি জনসমক্ষে আনারও দাবি জানান ৷ মামলাটি গতবছর থেকে একাধিকবার শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এরপর বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের বেঞ্চে ওঠে । তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে বলেন । শেষে হাইকোর্ট জানিয়েছে, জনস্বার্থ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মালিক কি না সেই প্রশ্ন তোলা হয়েছিল । কিন্ত সেরকম কোনও প্রমাণ না পাওয়ায় মামলাটি
খারিজ করে দেওয়া হল । বলা যায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বিশ্ব বাংলা' লোগো বিতর্ক থেকে মুক্তি দিল হাইকোর্ট ।

কলকাতা, 1 অগাস্ট : 'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । 'বিশ্ব বাংলা' লোগোর মালিক কে? রাজ্য সরকার না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে বিতর্ক তৈরি হয় । BJP ঘনিষ্ঠ এক আইনজীবীর পাশাপাশি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী গতবছর হাইকোর্টে আলাদা আলাদা দুটি জনস্বার্থ মামলা করেন । মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনিয়ে হলফনামা দিয়ে জানাতে বলেন । হলফনামায় সন্তুষ্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ মামলা দুটি খারিজ করে দেন ।

মামলাকারীর আইনজীবী পার্থ ঘোষ বলেন, "2013 সালের সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে বিশ্ব বাংলার লোগোর মালিকানার আবেদন জানান । 2014 সালে রাজ্য সরকারও একই লোগোর জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানায়৷ 2014 সালের শেষের দিকে রাজ্যের আবেদন খারিজ করে দেয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া । 2017 সালের জুন মাসে 'বিশ্ব বাংলা' লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আগের আবেদনটি প্রত্যাহার করতে নতুন করে আবেদন জানান । 2018 সালের 7ই জুন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে বিশ্ব বাংলার লোগোর মালিকানা দেয় ।" যদিও এই 2013-2018, এই পাঁচ বছর 'বিশ্ব বাংলা' লোগোর থেকে যে মুনাফা এসেছে তা কার ঘরে গেল সেই প্রশ্ন তোলেন তিনি ।


অন্যদিকে 'বিশ্ব বাংলা' লোগোর আসল মালিক কে তা জানতে মামলা করেন সুজন চক্রবর্তীও । বিষয়টি খতিয়ে দেখতে তিনি SIT গঠনের দাবি জানান । পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে বিষয়টি জনসমক্ষে আনারও দাবি জানান ৷ মামলাটি গতবছর থেকে একাধিকবার শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এরপর বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের বেঞ্চে ওঠে । তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে বলেন । শেষে হাইকোর্ট জানিয়েছে, জনস্বার্থ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মালিক কি না সেই প্রশ্ন তোলা হয়েছিল । কিন্ত সেরকম কোনও প্রমাণ না পাওয়ায় মামলাটি
খারিজ করে দেওয়া হল । বলা যায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বিশ্ব বাংলা' লোগো বিতর্ক থেকে মুক্তি দিল হাইকোর্ট ।

Intro:বিশ্ববাংলা লোগোর মালিক কে? Body:
মানস নস্কর---

বিশ্ববাংলার মালিক কে? মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা ১ অগাস্ট ঃ
বিশ্ববাংলা জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। মুলত বিশ্ববাংলার মালিক কে? এই নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগের তীর গিয়ে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই নিয়ে বিজেপি ঘনিষ্ঠ এক আইনজীবীর পাশাপাশি বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী হাইকোর্টে আলাদা আলাদা দুটি জনস্বার্থ মামলা করেছিলেন গত বছর।সেই মামলায় প্রধান বিচারপতি টিবি রাধাকৃষনান ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিয়ে জানাতে বলেন।হলফনামায় সন্তুষ্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ মামলাদুটি খারিজ করে দিলেন।


হাইকোর্টে মামলাকারী আইনজীবী পার্থ ঘোষ বলেন,২০১৩ সালে সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে বিশ্ব বাংলার লোগোর মালিকানার আবেদন জানান। ঠিকই একই বিষয়ে ২০১৪ সালে রাজ্য সরকার একই লোগোর জন্য ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানায়৷২০১৪ সালের শেষের দিকে রাজ্যের আবেদন খারিজ করে দেয় ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া। ২০১৭ সালে জুন মাসে বিশ্ব বাংলার লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আগের আবেদনটি প্রত্যাহার করতে নতুন করে আবেদন জানান।২০১৮ সালের ৭ই জুন ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে বিশ্ব বাংলার লোগোর মালিকানা দেয়। এই ২০১৩-২০১৮ পাচ বছর বিশ্ববাংলা লোগোর থেকে যে মুনাফা এসেছে তা কার ঘরে গেলো সেই প্রশ্নও তোলেন তিনি।


অন্যদিকে বিশ্ব বাংলার আসল মালিক কে সেটা জানতে মামলা করেন সুজন চক্রবর্তী। বিষয়টি খতিয়ে দেখতে সিট গঠনের দাবি করেন তিনি। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে বিষয়টি জনসমক্ষে আনারও দাবি জানিয়েছিলেন তিনি। মামলাটি গত বছর থেকে একাধিকবার শুনানি হয়েছে বিভিন্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এরপর বিচারপতি টিবি রাধাকৃষনান এর বেঞ্চে ওঠে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে বলেন।শেষে হাইকোর্টের মত, জনস্বার্থ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মালিক কিনা সেই প্রশ্ন তোলা হয়েছিল। কিন্ত সেরকম কোনো প্রমানপত্র না পাওয়ায় মামলাটি
খারিজ করে দিল হাইকোর্ট। অবশেষে বলা যায় হাইকোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববাংলা বিতর্ক থেকে মুক্তি দিল।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.