কলকাতা, 26 মে: এরিয়াল টেলিস্কোপিক ক্রেন দিয়ে আমফানের তাণ্ডবে উপড়ে পড়া বড় গাছগুলিকে সরিয়ে পরিষ্কারের কাজ করছে কলকাতা পৌরনিগম।
মঙ্গলবার সাদার্ন অ্যাভিনিউতে চলছে এ রকম উপড়ে পড়া গাছকে সরানোর চেষ্টা। ঘটনাস্থানে উপস্থিত রয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কলকাতার কোনও রাস্তা বন্ধ নেই। গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। পরিষ্কারের কাজ চলছে। যেখানে বড় বড় গাছ সাইড হয়ে রয়েছে, সেই গুঁড়িগুলিকে সরানোর জন্য আমরা এরিয়াল টেলিস্কোপিক ক্রেন নিয়ে এসেছি। তুলে নিয়ে সাইড করা হবে।" ঘটনা স্থানে এসেছেন মালা রায়ও।
বিদ্যুতের পরিষেবা স্বাভাবিক হয়েছে কি না এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "এই বিষয়টি CESC বলবে।" তিনি বলেন, "কোথাও এমন নেই গাছের জন্য CESC-র লাইন আটকে আছে। CESC-র লোক নেই বলে CESC-র লাইন ঠিক হচ্ছে না।" কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, বড় গাছগুলিকে এই ক্রেন দিয়ে সরিয়ে পাশে রাখা হচ্ছে। এর পরে গাছের গুঁড়ি এবং অন্য বড় অংশগুলি কেটে সরিয়ে নেওয়া হবে।
এরিয়াল টেলিস্কোপিক ক্রেন দিয়ে ঝড়ে উপড়ে পড়া গাছ সরাচ্ছে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম
মঙ্গলবার সাদার্ন অ্যাভিনিউতে চলছে উপড়ে পড়া গাছকে এরিয়াল টেলিস্কোপিক ক্রেন দিয়ে সরানোর চেষ্টা। ঘটনাস্থানে উপস্থিত রয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কলকাতার কোনও রাস্তা বন্ধ নেই। গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। পরিষ্কারের কাজ চলছে। যেখানে বড় বড় গাছ সাইড হয়ে রয়েছে, সেই গুঁড়িগুলিকে সরানোর জন্য আমরা এরিয়াল টেলিস্কোপিক ক্রেন নিয়ে এসেছি। তুলে নিয়ে সাইড করা হবে।"
কলকাতা, 26 মে: এরিয়াল টেলিস্কোপিক ক্রেন দিয়ে আমফানের তাণ্ডবে উপড়ে পড়া বড় গাছগুলিকে সরিয়ে পরিষ্কারের কাজ করছে কলকাতা পৌরনিগম।
মঙ্গলবার সাদার্ন অ্যাভিনিউতে চলছে এ রকম উপড়ে পড়া গাছকে সরানোর চেষ্টা। ঘটনাস্থানে উপস্থিত রয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কলকাতার কোনও রাস্তা বন্ধ নেই। গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। পরিষ্কারের কাজ চলছে। যেখানে বড় বড় গাছ সাইড হয়ে রয়েছে, সেই গুঁড়িগুলিকে সরানোর জন্য আমরা এরিয়াল টেলিস্কোপিক ক্রেন নিয়ে এসেছি। তুলে নিয়ে সাইড করা হবে।" ঘটনা স্থানে এসেছেন মালা রায়ও।
বিদ্যুতের পরিষেবা স্বাভাবিক হয়েছে কি না এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "এই বিষয়টি CESC বলবে।" তিনি বলেন, "কোথাও এমন নেই গাছের জন্য CESC-র লাইন আটকে আছে। CESC-র লোক নেই বলে CESC-র লাইন ঠিক হচ্ছে না।" কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, বড় গাছগুলিকে এই ক্রেন দিয়ে সরিয়ে পাশে রাখা হচ্ছে। এর পরে গাছের গুঁড়ি এবং অন্য বড় অংশগুলি কেটে সরিয়ে নেওয়া হবে।