কলকাতা, 20 অগাস্ট : কোরোনা সংক্রমণ ঠেকাতে বস্তি এলাকা, আবাসনের পর এবার শহরের বাজার এলাকাগুলির দিকে নজর দিতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ একটি বাজারে যেহেতু বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে ৷ তাই পৌরনিগমের অধীনে যে বাজারগুলি রয়েছে সেখানকার দোকানদারদের কোরোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ গতকাল পৌরনিগমের সদর দপ্তরে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
কলকাতা পৌরনিগমের অন্তর্গত বাজারের সংখ্যা 47 । নিউমার্কেট এলাকায় রক্সি সিনেমাহলের ওপরে কোরোনা নির্ণায়ক পরীক্ষাকেন্দ্র তৈরি করেছে পৌরনিগম । প্রতিটি বাজার এলাকায় প্রতিদিন 60 থেকে 100 জন বিক্রেতার কোরোনা পরীক্ষা করা হবে । তার কারণ বাজারে তাদের থেকে ক্রেতাদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে ৷
পৌর প্রশাসক ফিরহাদ হাকিমের এলাকায় চেতলা হাট থেকে কোরোনা সংক্রমণ ছড়িয়েছে । কোরোনা পরীক্ষায় ধরা পড়েছে 10 জনের মধ্যে একজন বিক্রেতা উপসর্গহীনভাবে কোরোনা আক্রান্ত । উত্তর কলকাতার হরিসাহার হাটে ক্রেতাদের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে । যার জেরে দীর্ঘদিন ওই বাজার বন্ধ রাখা হয় । শুধু তাই নয় কাঁকুড়গাছি, বাগমারী বাজার থেকে ফুলবাগান, কাঁকুড়গাছি, মানিকতলা এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ে । ভাইরাসের চেইন ভাঙতে বাজারগুলিকে বন্ধ করে দেওয়া হয় । বাজার বন্ধের পর সুফল হাতেনাতে পাওয়া যায় ।
কলকাতা পৌর নিগমের বাজার দপ্তরের প্রশাসক আমিরউদ্দিন ববি জানিয়েছেন সংক্রমণের উৎস খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে বাজারগুলি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে । তাই বাজারগুলিতে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে এবার ধারাবাহিকভাবে সবক'টি বাজারে বিক্রেতাদের পরীক্ষা করা হবে । চলতি সপ্তাহ থেকেই বিনামূল্যে শুরু হবে এই পরীক্ষা ৷