কলকাতা, 4 জুলাই: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ (Kazi Nazrul University Students Filed Case in HC Demanding Online Exam) ৷ অনলাইন পরীক্ষার দাবিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই আবেন করা হয়েছে ৷ যেখানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের বক্তব্য শুনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷ তাতেও যদি সমস্যা না মেটে, পরবর্তীতে ফের আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
ছাত্র ছাত্রীদের তরফে আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় জানালেন, ‘‘নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ফেব্রুয়ারি মাসে ক্লাস শুরু হয় অনলাইনে ৷ তার পরেই নির্বাচন ঘোষণা হয়ে আসানসোলে ৷ ফলে প্রায় এক মাস আর কোনও ক্লাস হয়নি ৷ এরই মধ্যে পরীক্ষা ঘোষণা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রথমে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয় ৷ কিন্তু, শেষ পর্যন্ত অফলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করে কর্তৃপক্ষ ৷ এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা ৷’’
আরও পড়ুন: Kaji Nazrul University exam postponed: অবশেষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত
উল্লেখ্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা চেয়ে মে মাসের শেষের দিকে বিক্ষোভ শুরু করে একাংশ পড়ুয়া ৷ এমনকি অনলাইনে পরীক্ষা না নিলে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন এক ছাত্র ৷ শেষে বিশ্ববিদ্যালয় অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল ৷ কিন্তু, পরে সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয় এবং জানানো হয় পরীক্ষা অফলাইনেই নেওয়া হবে ৷ তার পরেই পড়ুয়াদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হয় ৷