ETV Bharat / city

Justice Abhijit Ganguly ক্রমশ বাড়ছে তরজা, ফের এজলাসে বসেই অরুণাভ ঘোষের সমালোচনায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) এদিন বলেন, "4 বছরে অন্তত 95টি জাজমেন্ট দিয়েছি । দেড় বছর করোনার জন্য কোনও জাজমেন্ট নেই । যে বলছে আমার কোনও জাজমেন্ট নেই, সে নিজে আমার জাজমেন্ট দেখিয়ে নির্দেশ নিয়ে গিয়েছে (Justice Abhijit Ganguly slams Arunava Ghosh) ।"

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 26, 2022, 4:32 PM IST

কলকাতা, 26 অগস্ট: আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ ঘোষের 'অম্ল-মধুর' সম্পর্কের ছবি দেখা গিয়েছিল ৷ বারবার তারই রি-ক্যাপ দেখছে কলকাতা হাইকোর্ট ৷ ফের এজলাসে বসেই বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের (Arunava Ghosh) সমালোচনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, "আমায় বলা হচ্ছে আমি আইন জানি না । আমার গুরুদেব আইনজীবী সলিল গঙ্গোপাধ্যায় । আমি তাঁর কাছ থেকেই শিখেছি । এখন অনেকেই 17(সি) ও 165 আইনের ধারা নিয়ে জানেন না । এই আইন দু'টি আমি বিচারের ক্ষেত্রে ব্যবহার করেছি । কিন্তু আমায় কেউ দেখাতে পারেননি, ওই দু'টি আইন আমি ভুলভাবে ব্যবহার করেছি । ন্যাচারাল জাস্টিস নিয়ে সবাই চিৎকার করে, কিন্তু ন্যাচারাল জাস্টিসের প্রকৃত বাস্তবায়ন সম্পর্কে জানেন না (Justice Abhijit Ganguly slams Arunava Ghosh)।"

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, "4 বছরে অন্তত 95টি জাজমেন্ট দিয়েছি । দেড় বছর করোনার জন্য কোনও জাজমেন্ট নেই । যে বলছে আমার কোনও জাজমেন্ট নেই, সে নিজে আমার জাজমেন্ট দেখিয়ে নির্দেশ নিয়ে গিয়েছে । অস্থায়ী চাকরির মামলায় অর্ডার নিয়ে গিয়েছে । বাইরে সংবাদ মাধ্যমে মিথ্যা বলছে । আদালতে এসে বলছে, আমার কোনও জাজমেন্ট নেই । একজন বিচারপতি প্রকাশ্যে কিছু বলতে পারেন না । তিনি যা বলার আদালতেই বলেন । আমার সঙ্গে অরুণাভ ঘোষের শত্রুতা নেই । আমি ওনার সঙ্গে এজলাসে মতানৈক্য মিটিয়ে নিয়েছিলাম । কিন্তু জানি না কেনও উনি বাইরে আমার সম্পর্কে বলে বেড়াচ্ছেন । আমি বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছি । দেখি কী করা যায় ।"

আরও পড়ুন : বিচারপতি ও আইনজীবীর তরজার সাক্ষী থাকল কোর্টরুম, কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা

কার্যত গত কয়েকদিন আগে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই বিষয়েই ইঙ্গিত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কয়েকদিন আগে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আদালতে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । পরে নিজেই সেই নির্দেশ প্রত্যাহার করেন ।

কলকাতা, 26 অগস্ট: আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ ঘোষের 'অম্ল-মধুর' সম্পর্কের ছবি দেখা গিয়েছিল ৷ বারবার তারই রি-ক্যাপ দেখছে কলকাতা হাইকোর্ট ৷ ফের এজলাসে বসেই বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের (Arunava Ghosh) সমালোচনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, "আমায় বলা হচ্ছে আমি আইন জানি না । আমার গুরুদেব আইনজীবী সলিল গঙ্গোপাধ্যায় । আমি তাঁর কাছ থেকেই শিখেছি । এখন অনেকেই 17(সি) ও 165 আইনের ধারা নিয়ে জানেন না । এই আইন দু'টি আমি বিচারের ক্ষেত্রে ব্যবহার করেছি । কিন্তু আমায় কেউ দেখাতে পারেননি, ওই দু'টি আইন আমি ভুলভাবে ব্যবহার করেছি । ন্যাচারাল জাস্টিস নিয়ে সবাই চিৎকার করে, কিন্তু ন্যাচারাল জাস্টিসের প্রকৃত বাস্তবায়ন সম্পর্কে জানেন না (Justice Abhijit Ganguly slams Arunava Ghosh)।"

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, "4 বছরে অন্তত 95টি জাজমেন্ট দিয়েছি । দেড় বছর করোনার জন্য কোনও জাজমেন্ট নেই । যে বলছে আমার কোনও জাজমেন্ট নেই, সে নিজে আমার জাজমেন্ট দেখিয়ে নির্দেশ নিয়ে গিয়েছে । অস্থায়ী চাকরির মামলায় অর্ডার নিয়ে গিয়েছে । বাইরে সংবাদ মাধ্যমে মিথ্যা বলছে । আদালতে এসে বলছে, আমার কোনও জাজমেন্ট নেই । একজন বিচারপতি প্রকাশ্যে কিছু বলতে পারেন না । তিনি যা বলার আদালতেই বলেন । আমার সঙ্গে অরুণাভ ঘোষের শত্রুতা নেই । আমি ওনার সঙ্গে এজলাসে মতানৈক্য মিটিয়ে নিয়েছিলাম । কিন্তু জানি না কেনও উনি বাইরে আমার সম্পর্কে বলে বেড়াচ্ছেন । আমি বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছি । দেখি কী করা যায় ।"

আরও পড়ুন : বিচারপতি ও আইনজীবীর তরজার সাক্ষী থাকল কোর্টরুম, কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা

কার্যত গত কয়েকদিন আগে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই বিষয়েই ইঙ্গিত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কয়েকদিন আগে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আদালতে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । পরে নিজেই সেই নির্দেশ প্রত্যাহার করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.