কলকাতা, 21 অগাস্ট : রাজ্য সরকারের বিরুদ্ধে ফের অভিযোগ রাজ্যপালের ৷ এবার কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ধনকড়ের ৷ হিসেব চেয়ে মুখ্যমন্ত্রীকে আসল তথ্য সামনে আনার আবেদন জানান তিনি ৷
এর আগে বিভিন্ন ইশুতে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ৷ রাজ্যপালের অভিযোগ, কোরোনার জিনিস কেনার ক্ষেত্রেও কাটমানি খেয়েছেন অনেকে ৷ অনেকে লাভবান হয়েছেন ৷ কে বা কারা এই কাটমানি খেয়েছেন তা নিয়ে বিস্তারিত তথ্য রাজ্যপাল না জানালেও তাঁর আক্রমণের লক্ষ্য যে রাজ্য সরকার, তা টুইটবার্তা থেকেই পরিষ্কার করে দেন ৷
ধনকড়ের টুইট, “কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম ।''
-
@MamataOfficial এর মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ধামাচাপা দিতে হওয়া তদন্তের বিশ্বাসযাগ্যতা নেই
সিদ্ধান্তগ্রহণকারীরাই (এক জন ছাড়া) #MAP কে বাঁচাতে ব্যস্ত।
ভবিষ্যতের কথা ভেবেই কাজ। কেবলমাত্র
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরাধীদের ধরতে পারবে
">@MamataOfficial এর মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020
ধামাচাপা দিতে হওয়া তদন্তের বিশ্বাসযাগ্যতা নেই
সিদ্ধান্তগ্রহণকারীরাই (এক জন ছাড়া) #MAP কে বাঁচাতে ব্যস্ত।
ভবিষ্যতের কথা ভেবেই কাজ। কেবলমাত্র
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরাধীদের ধরতে পারবে@MamataOfficial এর মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020
ধামাচাপা দিতে হওয়া তদন্তের বিশ্বাসযাগ্যতা নেই
সিদ্ধান্তগ্রহণকারীরাই (এক জন ছাড়া) #MAP কে বাঁচাতে ব্যস্ত।
ভবিষ্যতের কথা ভেবেই কাজ। কেবলমাত্র
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরাধীদের ধরতে পারবে
দুর্নীতি রুখতে স্বাধীন সংস্থার দ্বারা তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান রাজ্যপাল ৷ লেখেন ''@MamataOfficial এর মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে ধামাচাপা দিতে হওয়া তদন্তের বিশ্বাসযাগ্যতা নেই সিদ্ধান্তগ্রহণকারীরাই (এক জন ছাড়া) #MAP কে বাঁচাতে ব্যস্ত। ভবিষ্যতের কথা ভেবেই কাজ। কেবলমাত্র স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরাধীদের ধরতে পারবে''
-
কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক।
স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।
">কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020
করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক।
স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020
করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক।
স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।
এখানেই না থেমে তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে ধনকড় আরও লেখেন “এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।”
-
@MamataOfficial এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@MamataOfficial এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020@MamataOfficial এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020
প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে বিভিন্ন ইশুতে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । দুর্নীতি, পুলিশ-প্রশাসন, আইন-শাসন, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । সম্প্রতি বিশ্বভারতী ইশুতে সরব হয়েছিলেন৷ সেই রেশ কাটতে না কাটতে ফের রাজ্যকে আক্রমণের পথে হাঁটলেন ধনকড় ৷