ETV Bharat / city

IRCTC Package Tour: করোনার দাপট কমতেই ফের বিদেশ ভ্রমণের প্যাকেজ ঘোষণা আইআরসিটিসি-এর

করোনা পরিস্থিতি স্থিতিশীল হতেই ফের প্যাকেজ টুরের আওতায় বিদেশ ঘোরার বন্দোবস্ত করল ন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation) বা আইআরসিটিসি (IRCTC) ৷

IRCTC declared Package Tour in abroad for coming puja and independence day
IRCTC Package Tour: করোনার দাপট কমতেই ফের বিদেশ ভ্রমণের প্যাকেজ ঘোষণা আইআরসিটিসি-এর
author img

By

Published : Jun 23, 2022, 4:28 PM IST

কলকাতা, 23 জুন: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর ৷ করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই আসন্ন পুজোর মরশুমে (Durga Puja) ভ্রমণার্থীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation) বা আইআরসিটিসি (IRCTC) ৷ এই প্যাকেজগুলি (IRCTC Package Tour) তৈরি করার সময় স্বাধীনতা দিবসের (Independence Day) কথাও মাথায় রাখা হয়েছে ৷ পূর্ব রেলের (Eastern Rail) বিজ্ঞপ্তি অনুসারে নেপাল, ব্যাংকক, ফুকেট, পাটায়া-সহ থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ তৈরি করা হয়েছে ৷

প্রসঙ্গত, আগেও বিদেশে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেছে আইআরসিটিসি ৷ মাঝে করোনার জন্য প্রায় দু'বছর এমন আয়োজন বন্ধ ছিল ৷ এবার ফের ছুটির মরশুমে বিদেশ ভ্রমণের প্য়াকেজ টুর ঘোষণা করল আইআরসিটিসি ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশেষ প্যাকেজটি ঘোষণা করা হয়েছে, তার নাম 'ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড'। এছাড়াও 'ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ'টি দুর্গাপুজোর কথা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে ৷ আরও একটি প্যাকেজের নাম 'নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2' ৷

আরও পড়ুন: Rail Package Holi: হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল

স্বাধীনতা দিবস স্পেশাল ' ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড'-এর আওতায় ঘুরতে গেলে এক-এক জনের জন্য খরচ পড়বে 38 হাজার 068 টাকা ৷ 5 রাত্রি 6 দিনের টুর ৷ যাত্রা শুরু দিন আগামী 11 অগস্ট ৷

'ফুকেট ক্রবি পূজা স্পেশাল প্যাকেজ'টি দুর্গাপুজোর কথা মাথায় রেখে ঘোষণা করা হয়েছে ৷ এই টুরে মাথাপিছু খরচ পড়বে 57 হাজার 446 টাকা ৷ আগামী 1 অক্টোবর যাত্রা শুরু করে মোট 5 রাত্রি 6 দিন ঘোরা যাবে ৷

'নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2' প্যাকেজের আওতায় ঘুরতে এক-একজনের জন্য খরচ পড়বে 27 হাজার 896 টাকা ৷ এই প্যাকেজের জন্য হাওড়া-রক্সৌল-হাওড়া বিশেষ চাটার্ড থ্রি টায়ার এসি কোচের ব্যবস্থা করা হয়েছে ৷ প্যাকেজের আওতায় চিতোয়ান জাতীয় পার্ক, কাঠমাণ্ডু ও পোখরা ঘুরিয়ে দেখানো হবে ৷ যাত্রা শুরু দিন আগামী 28 অগস্ট ৷ মোট 7 রাত্রি 8 দিন নেপাল ঘোরার সুযোগ পাবেন যাত্রীরা ৷

প্যাকেজের দামের মধ্যে বিমান ভাড়ার খরচ, ডিলাক্স হোটেলে থাকা-সহ খাওয়া-দাওয়া ও সূচি অনুযায়ী ঘোরার সমস্ত খরচ ধরা হয়েছে ৷ তবে সেই দামের সঙ্গে আলাদা করে জিএসটি যুক্ত করা হবে ৷ যাত্রার জন্য কোভিডের দু'টি টিকা থাকা বাধ্যতমূলক ৷ প্যাকেজের বিষয় আরও বিস্তারিত জানতে হলে 9002040069 নম্বরে হোয়াটসঅ্য়াপ করা যাবে ৷ পাশাপাশি আইআরসিটিসি-এর ওয়েবসাইটেও সমস্ত তথ্য পাওয়া যাবে ৷

কলকাতা, 23 জুন: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর ৷ করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই আসন্ন পুজোর মরশুমে (Durga Puja) ভ্রমণার্থীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation) বা আইআরসিটিসি (IRCTC) ৷ এই প্যাকেজগুলি (IRCTC Package Tour) তৈরি করার সময় স্বাধীনতা দিবসের (Independence Day) কথাও মাথায় রাখা হয়েছে ৷ পূর্ব রেলের (Eastern Rail) বিজ্ঞপ্তি অনুসারে নেপাল, ব্যাংকক, ফুকেট, পাটায়া-সহ থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ তৈরি করা হয়েছে ৷

প্রসঙ্গত, আগেও বিদেশে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেছে আইআরসিটিসি ৷ মাঝে করোনার জন্য প্রায় দু'বছর এমন আয়োজন বন্ধ ছিল ৷ এবার ফের ছুটির মরশুমে বিদেশ ভ্রমণের প্য়াকেজ টুর ঘোষণা করল আইআরসিটিসি ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশেষ প্যাকেজটি ঘোষণা করা হয়েছে, তার নাম 'ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড'। এছাড়াও 'ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ'টি দুর্গাপুজোর কথা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে ৷ আরও একটি প্যাকেজের নাম 'নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2' ৷

আরও পড়ুন: Rail Package Holi: হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল

স্বাধীনতা দিবস স্পেশাল ' ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড'-এর আওতায় ঘুরতে গেলে এক-এক জনের জন্য খরচ পড়বে 38 হাজার 068 টাকা ৷ 5 রাত্রি 6 দিনের টুর ৷ যাত্রা শুরু দিন আগামী 11 অগস্ট ৷

'ফুকেট ক্রবি পূজা স্পেশাল প্যাকেজ'টি দুর্গাপুজোর কথা মাথায় রেখে ঘোষণা করা হয়েছে ৷ এই টুরে মাথাপিছু খরচ পড়বে 57 হাজার 446 টাকা ৷ আগামী 1 অক্টোবর যাত্রা শুরু করে মোট 5 রাত্রি 6 দিন ঘোরা যাবে ৷

'নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2' প্যাকেজের আওতায় ঘুরতে এক-একজনের জন্য খরচ পড়বে 27 হাজার 896 টাকা ৷ এই প্যাকেজের জন্য হাওড়া-রক্সৌল-হাওড়া বিশেষ চাটার্ড থ্রি টায়ার এসি কোচের ব্যবস্থা করা হয়েছে ৷ প্যাকেজের আওতায় চিতোয়ান জাতীয় পার্ক, কাঠমাণ্ডু ও পোখরা ঘুরিয়ে দেখানো হবে ৷ যাত্রা শুরু দিন আগামী 28 অগস্ট ৷ মোট 7 রাত্রি 8 দিন নেপাল ঘোরার সুযোগ পাবেন যাত্রীরা ৷

প্যাকেজের দামের মধ্যে বিমান ভাড়ার খরচ, ডিলাক্স হোটেলে থাকা-সহ খাওয়া-দাওয়া ও সূচি অনুযায়ী ঘোরার সমস্ত খরচ ধরা হয়েছে ৷ তবে সেই দামের সঙ্গে আলাদা করে জিএসটি যুক্ত করা হবে ৷ যাত্রার জন্য কোভিডের দু'টি টিকা থাকা বাধ্যতমূলক ৷ প্যাকেজের বিষয় আরও বিস্তারিত জানতে হলে 9002040069 নম্বরে হোয়াটসঅ্য়াপ করা যাবে ৷ পাশাপাশি আইআরসিটিসি-এর ওয়েবসাইটেও সমস্ত তথ্য পাওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.