কলকাতা, 21 অগস্ট: দিল্লি-কলকাতাগামী ইন্ডিগো বিমানের কার্গোতে আচমকাই ধোঁয়া । তারপরেই জরুরি অবতরণ করার জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অনুরোধ জানান বিমানের চালকরা । তারপরেই 156 জন যাত্রী নিয়ে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে নয়াদিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6ই-2513 বিমানটি । জানা গিয়েছে, সুরক্ষিত রয়েছেন যাত্রীরা ।
ডিজিসিএ (Directorate General of Civil Aviation)-এর এক আধিকারিক বলেন, ‘‘মাল রাখার অংশে আগুন লেগেছে বলে সতর্কতা জারি হয় । দেরি না করে মে-ডে ঘোষণা করেন চালক । পরে জানা যায় স্মোক অ্যালার্ম ভুয়ো ছিল । তদন্ত শুরু হয়েছে ।’’ একই সঙ্গে জানানো হয়েছে, বিমানবন্দরে দমকল তৈরিই ছিল । যদিও তাদের প্রয়োজন পড়েনি ।
সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপেও পড়েছে সংস্থাটি ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ (Indigo reported 12 safety related incidents in 3 years) ৷
আরও পড়ুন : বিমান উড়ছে অটো পাইলটে, ঘুমিয়ে পড়লেন দুই চালক
রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, 2020 থেকে এখনও পর্যন্ত মোট 12 বার সুরক্ষা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে ইন্ডিগোর উড়ান ৷ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিসিএ-র নিরাপত্তাজনিত যাবতীয় নিয়ম বিমান সংস্থাকে মেনে চলতে হবে ৷
আরও পড়ুন: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট
রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের উত্তরে মন্ত্রক জানায়, গত এক বছরে (1 জুলাই, 2021 থেকে 30 জুন, 2022) ডিজিসিএ ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণের উপর মোট 177টি সার্ভেল্যান্স, 497টি স্পট চেক, রাতে 169টি সার্ভেল্যান্স চালিয়েছে ৷ ডিএমকে সাংসদ তিরুচি শিবাকে অসামরিক বিমান মন্ত্রক জানায়, এই এক বছরে 478টি প্রযুক্তিগত সমস্যার খবর মিলেছে ৷