ETV Bharat / city

Corona Scare in Kolkata : বাড়ছে করোনা, কলকাতায় ফের কনটেনমেন্ট জোন - Corona Scare in Kolkata

করোনা মোকাবিলায় জরুরি বৈঠকে কলকাতা পৌরনিগম (important meeting in KMC on corona situation in kolkata) ৷

Corona Scare in Kolkata
সংক্রমণ বাড়ছে, জরুরি বৈঠকে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Dec 31, 2021, 5:26 PM IST

Updated : Dec 31, 2021, 8:37 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর : রাজ্যে ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা ৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম ৷ সংক্রমণ রুখতে ফের কলকাতায় কনটেনমেন্ট জোন লাগু হতে চলেছে ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ আপাতত 11টি কনটেনমেন্ট জোনের কথা জানিয়েছেন তিনি ৷ যেসব এলাকায় 5-6 জন করে আক্রান্ত হচ্ছেন সেখানেই হবে এই কনটেনমেন্ট জোনগুলি ৷

সংক্রমণ যে হারে বাড়ছে শহরে তা মোকাবিলায় কী করণীয়, তা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসে কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশ (important meeting in KMC on corona situation in kolkata) । এই বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র তথা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষ । বৈঠকে যোগ দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও ।

বাড়ছে করোনা, কলকাতায় ফের কনটেনমেন্ট জোন

আরও পড়ুন : বল্গাহীন সংক্রমণ, কলকাতায় আক্রান্ত প্রায় 2 হাজার

ফিরহাদ হাকিম এদিন বলেন, "কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2 হাজার ছুঁলেও, সংক্রামিতদের 80 শতাংশই উপসর্গহীন । উপসর্গ রয়েছে এমন 20 শতাংশের মধ্যে 17 শতাংশেরই শারীরিক পরিস্থিতি স্থিতিশীল । মাত্র 3 শতাংশ করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে ।" সোমবার থেকে কলকাতায় ফের সেফ হোম চালু করার কথা এদিন জানিয়েছেন মেয়র ৷

এদিন তিনি জানান, কলকাতায় যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৷ তাই প্রথম রিপোর্ট পজিটিভ আসার পাঁচ দিন পর আবার পৌরনিগমের তরফে করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করা হবে ৷ তখন রিপোর্ট নেগেটিভ এলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ৷

কলকাতা, 31 ডিসেম্বর : রাজ্যে ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা ৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম ৷ সংক্রমণ রুখতে ফের কলকাতায় কনটেনমেন্ট জোন লাগু হতে চলেছে ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ আপাতত 11টি কনটেনমেন্ট জোনের কথা জানিয়েছেন তিনি ৷ যেসব এলাকায় 5-6 জন করে আক্রান্ত হচ্ছেন সেখানেই হবে এই কনটেনমেন্ট জোনগুলি ৷

সংক্রমণ যে হারে বাড়ছে শহরে তা মোকাবিলায় কী করণীয়, তা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসে কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশ (important meeting in KMC on corona situation in kolkata) । এই বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র তথা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষ । বৈঠকে যোগ দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও ।

বাড়ছে করোনা, কলকাতায় ফের কনটেনমেন্ট জোন

আরও পড়ুন : বল্গাহীন সংক্রমণ, কলকাতায় আক্রান্ত প্রায় 2 হাজার

ফিরহাদ হাকিম এদিন বলেন, "কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2 হাজার ছুঁলেও, সংক্রামিতদের 80 শতাংশই উপসর্গহীন । উপসর্গ রয়েছে এমন 20 শতাংশের মধ্যে 17 শতাংশেরই শারীরিক পরিস্থিতি স্থিতিশীল । মাত্র 3 শতাংশ করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে ।" সোমবার থেকে কলকাতায় ফের সেফ হোম চালু করার কথা এদিন জানিয়েছেন মেয়র ৷

এদিন তিনি জানান, কলকাতায় যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৷ তাই প্রথম রিপোর্ট পজিটিভ আসার পাঁচ দিন পর আবার পৌরনিগমের তরফে করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করা হবে ৷ তখন রিপোর্ট নেগেটিভ এলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ৷

Last Updated : Dec 31, 2021, 8:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.