ETV Bharat / city

কোরোনা আক্রান্ত হয়ে 2 মাস হাসপাতালে, মৃত্যু চিকিৎসকের

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, মাস দুই আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তখন ব‍্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করানো হয়েছিল । এরপর, মাস দেড়েক আগে ব‍্যারাকপুর থেকে সল্টলেকের বেসরকারি একটি কোভিড হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। এই হাসপাতালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল ।

ima_president_of_titagarh_died_due_to_covid-19
আবারও কোরোনায় মৃত্য়ু চিকিৎসকের, তিনি IMA টিটাগড়ের সভাপতি ছিলেন
author img

By

Published : Dec 6, 2020, 7:58 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: ফের কোভিড-19 এ আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু হল এ রাজ‍্যে। 65 বছর বয়সি ওই চিকিৎসক, একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন । এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের টিটাগড় শাখার সভাপতি পদে ছিলেন । সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।


মৃত চক্ষুরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক ব‍্যারাকপুরে বাসিন্দা ছিলেন । চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পান্ডে বলেন, ‘‘আইএমএ-র টিটাগড় শাখার সভাপতি পদে ছিলেন ওই চিকিৎসক । আইএমএ ছাড়া আর কোনও ভাবনা ছিল না তাঁর। কোরোনা আক্রান্ত হওয়ার কারণে রবিবার দুপুরে সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।’’

আরও পড়ুন : রাজ‍্যে কোরোনায় মৃত্যু 80 চিকিৎসকের
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, মাস দুই আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তখন ব‍্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করানো হয়েছিল । এরপর, মাস দেড়েক আগে ব‍্যারাকপুর থেকে সল্টলেকের বেসরকারি একটি কোভিড হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। এই হাসপাতালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল । তবে, শেষরক্ষা আর হল না । রবিবার দুপুর পৌনে একটা নাগাদ সল্টলেকের ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর । মৃত এই চক্ষুরোগ বিশেষজ্ঞ ব‍্যারাকপুর অঞ্চলে প্র‍্যাকটিস করতেন বলেও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে।

কলকাতা, 6 ডিসেম্বর: ফের কোভিড-19 এ আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু হল এ রাজ‍্যে। 65 বছর বয়সি ওই চিকিৎসক, একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন । এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের টিটাগড় শাখার সভাপতি পদে ছিলেন । সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।


মৃত চক্ষুরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক ব‍্যারাকপুরে বাসিন্দা ছিলেন । চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পান্ডে বলেন, ‘‘আইএমএ-র টিটাগড় শাখার সভাপতি পদে ছিলেন ওই চিকিৎসক । আইএমএ ছাড়া আর কোনও ভাবনা ছিল না তাঁর। কোরোনা আক্রান্ত হওয়ার কারণে রবিবার দুপুরে সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।’’

আরও পড়ুন : রাজ‍্যে কোরোনায় মৃত্যু 80 চিকিৎসকের
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, মাস দুই আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তখন ব‍্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করানো হয়েছিল । এরপর, মাস দেড়েক আগে ব‍্যারাকপুর থেকে সল্টলেকের বেসরকারি একটি কোভিড হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। এই হাসপাতালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল । তবে, শেষরক্ষা আর হল না । রবিবার দুপুর পৌনে একটা নাগাদ সল্টলেকের ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর । মৃত এই চক্ষুরোগ বিশেষজ্ঞ ব‍্যারাকপুর অঞ্চলে প্র‍্যাকটিস করতেন বলেও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.