ETV Bharat / city

HC on illegal construction eviction: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর (gangasagar) পর্যন্ত রাজ্য সড়কের দু'পাশের বেআইনি নির্মাণ উচ্ছেদের (illegal construction eviction order) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court) ৷ আগামী শুক্রবারের মধ্যে এই উচ্ছেদ করতে বলা হয়েছে ৷

illegal construction eviction order by Calcutta high court in between kachuberia to gangasagar
কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Dec 20, 2021, 4:36 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাজ্য সড়কের দু'পাশে বেআইনি নির্মাণ আগামী শুক্রবারের মধ্যে উচ্ছেদের (illegal construction eviction order) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court) ৷ কাকদ্বীপের মহকুমাশাসককে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মানথা । নির্দেশ পালন হল কি না তা জানানোর জন্য শুক্রবার সকাল সাড়ে দশটায় কাকদ্বীপের মহকুমা শাসককে আদালতে ব্যক্তিগত ভাবে হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি ।

এর আগে বিচারপতি দীপঙ্কর দত্ত 2016 সালে ওই রাস্তার দু'পাশের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ (HC on illegal construction eviction) দিয়েছিলেন । পাঁচ বছর হয়ে গেলেও সেই নির্দেশ মানা হয়নি । গত সেপ্টেম্বর মাসে মামলাটি ফের ওঠে বিচারপতি রাজশেখর মানথার বেঞ্চে । চলতি বছরের 2 সেপ্টেম্বর 15 দিনের মধ্যে জবরদখল উচ্ছেদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মানথা ৷ কিন্তু সেই নির্দেশও যথাযথ পালন করা হয়নি । এরপরই আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে ৷ তাঁর নির্দেশ এতদিনেও কার্যকর না করায় আগামী শুক্রবারের মধ্যে মহকুমা শাসককে বেআইনি নির্মাণ উচ্ছেদ করার নির্দেশ দেন ক্ষুব্ধ বিচারপতি ।

আরও পড়ুন: High Court on Filling of Water Bodies : বেআইনি জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

উল্লেখ্য, প্রত্যেক বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় । দেশ-বিদেশের লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের তাগিদে ছুটে আসে । করোনা পরিস্থিতির কারণে গত দু'বছর মেলা অনুষ্ঠিত হলেও সুরক্ষা বিধি-সহ একাধিক নির্দেশ মেনে সেই মেলা অনুষ্ঠিত হয়েছে । চলতি বছরেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন: Illegal Construction: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন

কলকাতা, 20 ডিসেম্বর: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাজ্য সড়কের দু'পাশে বেআইনি নির্মাণ আগামী শুক্রবারের মধ্যে উচ্ছেদের (illegal construction eviction order) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court) ৷ কাকদ্বীপের মহকুমাশাসককে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মানথা । নির্দেশ পালন হল কি না তা জানানোর জন্য শুক্রবার সকাল সাড়ে দশটায় কাকদ্বীপের মহকুমা শাসককে আদালতে ব্যক্তিগত ভাবে হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি ।

এর আগে বিচারপতি দীপঙ্কর দত্ত 2016 সালে ওই রাস্তার দু'পাশের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ (HC on illegal construction eviction) দিয়েছিলেন । পাঁচ বছর হয়ে গেলেও সেই নির্দেশ মানা হয়নি । গত সেপ্টেম্বর মাসে মামলাটি ফের ওঠে বিচারপতি রাজশেখর মানথার বেঞ্চে । চলতি বছরের 2 সেপ্টেম্বর 15 দিনের মধ্যে জবরদখল উচ্ছেদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মানথা ৷ কিন্তু সেই নির্দেশও যথাযথ পালন করা হয়নি । এরপরই আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে ৷ তাঁর নির্দেশ এতদিনেও কার্যকর না করায় আগামী শুক্রবারের মধ্যে মহকুমা শাসককে বেআইনি নির্মাণ উচ্ছেদ করার নির্দেশ দেন ক্ষুব্ধ বিচারপতি ।

আরও পড়ুন: High Court on Filling of Water Bodies : বেআইনি জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

উল্লেখ্য, প্রত্যেক বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় । দেশ-বিদেশের লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের তাগিদে ছুটে আসে । করোনা পরিস্থিতির কারণে গত দু'বছর মেলা অনুষ্ঠিত হলেও সুরক্ষা বিধি-সহ একাধিক নির্দেশ মেনে সেই মেলা অনুষ্ঠিত হয়েছে । চলতি বছরেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন: Illegal Construction: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.