ETV Bharat / city

HC on illegal construction eviction: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর (gangasagar) পর্যন্ত রাজ্য সড়কের দু'পাশের বেআইনি নির্মাণ উচ্ছেদের (illegal construction eviction order) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court) ৷ আগামী শুক্রবারের মধ্যে এই উচ্ছেদ করতে বলা হয়েছে ৷

illegal construction eviction order by Calcutta high court in between kachuberia to gangasagar
কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Dec 20, 2021, 4:36 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাজ্য সড়কের দু'পাশে বেআইনি নির্মাণ আগামী শুক্রবারের মধ্যে উচ্ছেদের (illegal construction eviction order) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court) ৷ কাকদ্বীপের মহকুমাশাসককে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মানথা । নির্দেশ পালন হল কি না তা জানানোর জন্য শুক্রবার সকাল সাড়ে দশটায় কাকদ্বীপের মহকুমা শাসককে আদালতে ব্যক্তিগত ভাবে হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি ।

এর আগে বিচারপতি দীপঙ্কর দত্ত 2016 সালে ওই রাস্তার দু'পাশের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ (HC on illegal construction eviction) দিয়েছিলেন । পাঁচ বছর হয়ে গেলেও সেই নির্দেশ মানা হয়নি । গত সেপ্টেম্বর মাসে মামলাটি ফের ওঠে বিচারপতি রাজশেখর মানথার বেঞ্চে । চলতি বছরের 2 সেপ্টেম্বর 15 দিনের মধ্যে জবরদখল উচ্ছেদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মানথা ৷ কিন্তু সেই নির্দেশও যথাযথ পালন করা হয়নি । এরপরই আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে ৷ তাঁর নির্দেশ এতদিনেও কার্যকর না করায় আগামী শুক্রবারের মধ্যে মহকুমা শাসককে বেআইনি নির্মাণ উচ্ছেদ করার নির্দেশ দেন ক্ষুব্ধ বিচারপতি ।

আরও পড়ুন: High Court on Filling of Water Bodies : বেআইনি জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

উল্লেখ্য, প্রত্যেক বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় । দেশ-বিদেশের লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের তাগিদে ছুটে আসে । করোনা পরিস্থিতির কারণে গত দু'বছর মেলা অনুষ্ঠিত হলেও সুরক্ষা বিধি-সহ একাধিক নির্দেশ মেনে সেই মেলা অনুষ্ঠিত হয়েছে । চলতি বছরেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন: Illegal Construction: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন

কলকাতা, 20 ডিসেম্বর: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাজ্য সড়কের দু'পাশে বেআইনি নির্মাণ আগামী শুক্রবারের মধ্যে উচ্ছেদের (illegal construction eviction order) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court) ৷ কাকদ্বীপের মহকুমাশাসককে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মানথা । নির্দেশ পালন হল কি না তা জানানোর জন্য শুক্রবার সকাল সাড়ে দশটায় কাকদ্বীপের মহকুমা শাসককে আদালতে ব্যক্তিগত ভাবে হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি ।

এর আগে বিচারপতি দীপঙ্কর দত্ত 2016 সালে ওই রাস্তার দু'পাশের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ (HC on illegal construction eviction) দিয়েছিলেন । পাঁচ বছর হয়ে গেলেও সেই নির্দেশ মানা হয়নি । গত সেপ্টেম্বর মাসে মামলাটি ফের ওঠে বিচারপতি রাজশেখর মানথার বেঞ্চে । চলতি বছরের 2 সেপ্টেম্বর 15 দিনের মধ্যে জবরদখল উচ্ছেদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মানথা ৷ কিন্তু সেই নির্দেশও যথাযথ পালন করা হয়নি । এরপরই আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে ৷ তাঁর নির্দেশ এতদিনেও কার্যকর না করায় আগামী শুক্রবারের মধ্যে মহকুমা শাসককে বেআইনি নির্মাণ উচ্ছেদ করার নির্দেশ দেন ক্ষুব্ধ বিচারপতি ।

আরও পড়ুন: High Court on Filling of Water Bodies : বেআইনি জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

উল্লেখ্য, প্রত্যেক বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় । দেশ-বিদেশের লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের তাগিদে ছুটে আসে । করোনা পরিস্থিতির কারণে গত দু'বছর মেলা অনুষ্ঠিত হলেও সুরক্ষা বিধি-সহ একাধিক নির্দেশ মেনে সেই মেলা অনুষ্ঠিত হয়েছে । চলতি বছরেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন: Illegal Construction: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.