কলকাতা, 31 অগস্ট : দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ জমি, বাড়ি মিউটেশনের আবেদনেও ব্যাপক সাড়া মিলেছে । গত রবিবার রাজ্যজুড়ে মাত্র 24 ঘণ্টার মধ্যে জমি, ফ্ল্যাট, বাড়ির মিউটেশনের আবেদনে রেকর্ড সংখ্যক নিষ্পত্তি হয়েছে বলে খবর । নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন শিবিরে একদিনে মিউটেশন সংক্রান্ত প্রায় সাড়ে ছয় লক্ষ আবেদনের নিষ্পত্তি সম্ভব হয়েছে ৷
নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার শিবিরে একদিনের মিউটেশন আবেদনের রেকর্ড সংখ্যক নিষ্পত্তিতে খুশি রাজ্য সরকার । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশিষ্ট সরকারি আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন । নবান্ন সূত্রের খবর, গ্রামের পাশাপাশি শহর এলাকাতেও জমি, বাড়ি, ফ্ল্যাটের মিউটেশন সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির জন্য বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ছে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে । নবান্ন জানিয়েছে, 28 অগস্ট পর্যন্ত দুয়ারে সরকারের শিবিরগুলিতে জমি, বাড়ির মিউটেশন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি সংখ্যা ছিল 2 লক্ষ 74 হাজার 575 ৷ রবিবার দিনশেষে সেই সংখ্যা এসে দাড়ায় 9 লক্ষ 20 হাজার 323 ৷ শতকরা হিসেবে তা 335 শতাংশের বেশি ৷
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার শিবিরগুলিতে যত সংখ্যক মানুষ নানা সরকারি সুবিধা নিতে এসেছিলেন ৷ তার মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে 57.7 শতাংশ, সংখ্যায় যা 1 কোটি 12 লক্ষ ৷ একই সঙ্গে ওই দিনে স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদন হয়েছে 16.68 শতাংশ ৷ জাতিগত শংসাপত্রের আবেদনের ক্ষেত্রে 5.81 শতাংশ আবেদনপত্র জমা পড়েছে ৷ রবিবার খাদ্যসাথী প্রকল্পে আবেদন জমা পড়েছে 5.59 শতাংশ ৷
আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুয়ারে সরকার কর্মসূচির নানা সুবিধা দিতে জনসাধারণের কাছে পৌঁছান সরকারি আধিকারিকরা ৷ সেখানে বক্সার মতো দুর্গম পাহাড়ি এলাকাতেও ক্যাম্প চালিয়েছেন সরকারি আধিকারিকরা ৷ আলিপুরদুয়ারের ক্যাম্পেও দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার ক্যাম্পের মতো জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷