কলকাতা, 15 জুন : গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় অনলাইনে ৷ পাশের হার ছিল 100 শতাংশ ৷ এই বছর অফলাইনে পরীক্ষা হয় । আর তার ভিত্তিতেই উচ্চমাধ্যমিকের (Higher Secondary)ফলাফল প্রকাশিত হয়েছে । এবারের উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদে সরব হয়েছে । তাদের বক্তব্য, ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের ফেল করানো হয়েছে । তাদের পাশ করাতে হবে ।
তাই সমস্ত অকৃতকার্য পড়ুয়াদের সুযোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । গতবারের মত এবারেও অকৃতকার্য পড়ুয়ারা চাইলে সবকটি বিষয় উত্তরপত্র স্ক্রুটিনি করাতে পারবে (HS failed students to get chance to apply for review of all papers)। ইতিমধ্যেই রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ ঘোষণা করেছে সংসদ । শুধুমাত্র অনলাইনেই রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করতে হবে ।
চলতি মাসের 20 জুন মধ্যরাত থেকে রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা । আবেদন করার শেষ তারিখ 5 জুলাই-এর মধ্যরাত পর্যন্ত । সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে পিপিএস(PPS) বা পিপিআর(PPR)-এর মাধ্যমে বা অফলাইনে আবেদন জমা নেওয়া হবে না । পাশাপাশি যদি কোনও পরীক্ষার্থী নিজের উত্তরপত্রের ফটোকপি পেতে চায়, সেই ক্ষেত্রে আরটিআই(RTI)-র মাধ্যমে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে হবে । তবে সেক্ষেত্রে যেদিন থেকে ফলাফল ঘোষণা হয়েছে সেই দিন থেকে আরম্ভ করে পাঁচ মাসের মধ্যে এই আবেদন জমা দিতে হবে ।
আরও পড়ুন : Joint Entrance Result 2022 : শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ
প্রসঙ্গত, গত 10 জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয় (HS Result 2022)। গত বছর করোনার জেরে পরীক্ষা না-হওয়ায় 100 শতাংশ ছাত্রছাত্রী পাশ করলেও, এই বছর অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা কম নয় ।