কলকাতা, 26 অগাস্ট : কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয় । 2012 সালের স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় রায় কলকাতা হাইকোর্টের ।
2011 সালের 29 ডিসেম্বর 12তম রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন । 2012 সালে পরীক্ষা নেওয়া হয় । তারপর 2013 সালে 36,140 জনের একটি মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । সেখান থেকে 30 হাজার জনকে নিয়োগ করা হয় । কম্বাইন্ড মেরিট লিস্টের বাকিরা কলকাতা হাইকোর্টে মামলা করেন 2013 সালে । আজ বিচারপতি রাজাশেখরণ তা খারিজ করে দিলেন । তাঁর স্পষ্ট নির্দেশ কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয় । মামলা হল স্কুল সার্ভিস কমিশনের ।
যদিও এই রায়ে অখুশি মামলাকারীদের তরফের আইনজীবীরা । মামলাকারী পারুল নস্কর, মিলন মাইতি-সহ আরও একাধিক চাকরিপ্রার্থীর তরফে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় জানান, "2013 সালে যে প্যানেল বের করে SSC, তার নাম দেওয়া হয় কম্বাইন্ড মেরিট লিস্ট । এই লিস্টে একাধিক গলদ ছিল । সেটা স্কুল সার্ভিস কমিশন মামলার শুনানিতে স্বীকার করেছে । তার সত্ত্বেও হাইকোর্ট দুর্বোধ্য কারণে আমাদের আবেদন খারিজ করে দিল । এই মামলায় BEd, Non-BEd একটা বড় বিষয় ছিল । আমাদের দাবি ছিল, যাদের BEd রয়েছে তাদের আগে নিয়োগ করতে হবে । কিন্তু, এই সমস্ত আবেদনই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব ।"
অন্যদিকে এই সংক্রান্ত আরও একটি মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে । সেই মামলায় মামলাকারীদের তরফে আইনজীবী আশিসকুমার চৌধুরি জানালেন, "2012 সালে ওয়েস্ট বেঙ্গল আনএমপ্লয়েড ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয় । মামলায় বলা হয়, কেন্দ্রীয় সরকারের 2011 সালের সার্কুলার রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে । তা সত্ত্বেও 2011 সালের পরীক্ষার ভিত্তিতে যে নিয়োগ করা হয়েছে সেখানে বহু প্রশিক্ষণহীনকে নিয়োগ দেওয়া হয়েছে । আর আমার মক্কেল যারা পরীক্ষায় পাশ করেছিল এবং প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও বাদ পড়েছিল । 2014 সালের ৪ ডিসেম্বর সেই মামলা সুপ্রিমকোর্ট হাইকোর্টে ফেরত পাঠায় নিষ্পত্তির জন্য। মামলাটি এখনও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে বিচারাধীন রয়েছে । লকডাউন শুরু হওয়ার আগে মামলার শেষ শুনানি হয়েছে । ফলে, আজকের রায়ে রাজ্য সরকারের জয় হয়েছে ভাবার অবকাশ একেবারেই নেই। "