ETV Bharat / city

HC on Nanda Kishore Rai Case : প্রাক্তন হকি খেলোয়াড় নন্দকিশোর রাইয়ের বিরুদ্ধে সিবিআই আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট

author img

By

Published : Jun 12, 2022, 10:47 PM IST

প্রাক্তন হকি খেলোয়াড় নন্দকিশোর রাইয়ের (Nanda Kishore Rai) বিরুদ্ধে সিবিআই আদালতের দেওয়া নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।

High Court dismisses CBI court order against former hockey player Nand Kishore Rai
High Court

কলকাতা, 12 জুন : প্রাক্তন হকি খেলোয়াড় নন্দকিশোর রাইয়ের (Nanda Kishore Rai) বিরুদ্ধে সিবিআই আদালতের দেওয়া রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি বিবেক চৌধুরী রবিবার এই নির্দেশ দিয়েছেন । আদালত নির্দেশে জানিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে ওই হকি খেলোয়াড়কে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, সিবিআই যুক্তি ও তথ্য প্রমাণ দিয়ে হাইকোর্টে তা প্রমাণ করতে পারেনি । সেই কারণেই নন্দকিশোর রাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ কোর্টের (CBI court) কাছে গ্রহণযোগ্য নয় ।

দিল্লি এবং উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে এক সময় হকি খেলতেন নন্দকিশোর রাই (former hockey player Nand Kishore Rai)। পরে শুল্ক দফতরের উচ্চপদস্থ আধিকারিক পদে চাকরি করেন তিনি । 2013 সালে তাঁর কলকাতার বালিগঞ্জের বাড়ি থেকে 36 লক্ষ 42 হাজার টাকা উদ্ধার করে সিবিআই । সিবিআইয়ের অভিযোগ, ওই বছর নেপালে রাসায়নিক সার সরবরাহের সময় ঘুষ হিসাবে ওই টাকা তিনি নিয়েছিলেন । নন্দকিশোরের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে তদন্ত শুরু করে সিবিআই ।

2018 সালে সিবিআই তদন্তের বিচারে আলিপুর আদালত নন্দকিশোরকে দোষী সাব্যস্ত করে । পাশাপাশি দোষী সাব্যস্ত করা হয় তাঁর স্ত্রী বন্দনা রাইকেও । নন্দকিশোরের ছ’বছর এবং তাঁর স্ত্রীর আড়াই বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত । এর বিরুদ্ধে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । দীর্ঘদিন মামলার শুনানির পর নির্দেশ দিয়েছে আদালত (HC on Nand Kishore Rai Case)।

আরও পড়ুন : HC on BJP MLA Sacked Case : বিজেপি বিধায়ক বরখাস্ত মামলা আপসে মিটিয়ে নেওয়ার প্রস্তাব হাইকোর্টের

নন্দকিশোরের তরফে সওয়ালকারী আইনজীবী আদালতে বলেন, " ঘুষ হিসাবে যে টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় । এর পক্ষে কোনও যুক্তি দেখাতে পারেনি সিবিআই । ওই টাকা যে নন্দকিশোরেরই ছিল তা-ও প্রমাণ করতে পারেনি তারা । যে টাকা উদ্ধার হয়েছে, তা ওই হকি খেলোয়াড়ের স্ত্রী এবং মায়ের । তাঁরা চিত্রশিল্পী । এই টাকার বৈধ লেনদেনের প্রমাণ আদালতে তুলে ধরেন তিনি ।" এই যুক্তির পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট মামলাটি খারিজ করে দিয়েছে ।

কলকাতা, 12 জুন : প্রাক্তন হকি খেলোয়াড় নন্দকিশোর রাইয়ের (Nanda Kishore Rai) বিরুদ্ধে সিবিআই আদালতের দেওয়া রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি বিবেক চৌধুরী রবিবার এই নির্দেশ দিয়েছেন । আদালত নির্দেশে জানিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে ওই হকি খেলোয়াড়কে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, সিবিআই যুক্তি ও তথ্য প্রমাণ দিয়ে হাইকোর্টে তা প্রমাণ করতে পারেনি । সেই কারণেই নন্দকিশোর রাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ কোর্টের (CBI court) কাছে গ্রহণযোগ্য নয় ।

দিল্লি এবং উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে এক সময় হকি খেলতেন নন্দকিশোর রাই (former hockey player Nand Kishore Rai)। পরে শুল্ক দফতরের উচ্চপদস্থ আধিকারিক পদে চাকরি করেন তিনি । 2013 সালে তাঁর কলকাতার বালিগঞ্জের বাড়ি থেকে 36 লক্ষ 42 হাজার টাকা উদ্ধার করে সিবিআই । সিবিআইয়ের অভিযোগ, ওই বছর নেপালে রাসায়নিক সার সরবরাহের সময় ঘুষ হিসাবে ওই টাকা তিনি নিয়েছিলেন । নন্দকিশোরের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে তদন্ত শুরু করে সিবিআই ।

2018 সালে সিবিআই তদন্তের বিচারে আলিপুর আদালত নন্দকিশোরকে দোষী সাব্যস্ত করে । পাশাপাশি দোষী সাব্যস্ত করা হয় তাঁর স্ত্রী বন্দনা রাইকেও । নন্দকিশোরের ছ’বছর এবং তাঁর স্ত্রীর আড়াই বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত । এর বিরুদ্ধে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । দীর্ঘদিন মামলার শুনানির পর নির্দেশ দিয়েছে আদালত (HC on Nand Kishore Rai Case)।

আরও পড়ুন : HC on BJP MLA Sacked Case : বিজেপি বিধায়ক বরখাস্ত মামলা আপসে মিটিয়ে নেওয়ার প্রস্তাব হাইকোর্টের

নন্দকিশোরের তরফে সওয়ালকারী আইনজীবী আদালতে বলেন, " ঘুষ হিসাবে যে টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় । এর পক্ষে কোনও যুক্তি দেখাতে পারেনি সিবিআই । ওই টাকা যে নন্দকিশোরেরই ছিল তা-ও প্রমাণ করতে পারেনি তারা । যে টাকা উদ্ধার হয়েছে, তা ওই হকি খেলোয়াড়ের স্ত্রী এবং মায়ের । তাঁরা চিত্রশিল্পী । এই টাকার বৈধ লেনদেনের প্রমাণ আদালতে তুলে ধরেন তিনি ।" এই যুক্তির পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট মামলাটি খারিজ করে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.