ETV Bharat / city

আপার প্রাইমারির নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের নথি যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

আপার প্রাইমারির প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী ছয় সপ্তাহের মধ্যে SSC-কে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 22, 2019, 6:18 PM IST

কলকাতা, 22 জুন:আপার প্রাইমারির শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী ছয় সপ্তাহের মধ্যে SSC-কে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ ।

অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর থাকা সত্ত্বেও অনেক চাকরিপ্রার্থীকে আপার প্রাইমারির তৃতীয় পর্যায়ের নথি যাচাইয়ে ডাকেনি SSC । তার বদলে প্রশিক্ষণহীন এবং কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডেকেছে কমিশন । এর বিরুদ্ধে প্রায় শতাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । গতকাল সেই মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে কমিশন তাদের অনেকের প্রশিক্ষণ নেই । অথচ প্রশিক্ষণপ্রাপ্তদের ডাকা হয়নি।"

আরও পড়ুন : অপ্রশিক্ষিতদের সঙ্গে প্রশিক্ষিতদেরও ডাকতে হবে, নির্দেশ হাইকোর্টের

NCTE-র নির্দেশিকা অনুযায়ী, নিয়োগে প্রথমে প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দিতে হবে । আইনজীবী অনিন্দ্য ব সু জানান, "আমার মক্কেল হিন্দির জন্য আবেদন করেছিলেন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত । অথচ SSC প্রশিক্ষণহীনদের নথি যাচাইয়ের জন্য ডেকেছে । আমার মক্কেলের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়নি । "

আরও পড়ুন : প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !

বিচারপতি শুনানির পর আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের নির্দেশ দেন SSC-কে ।

কলকাতা, 22 জুন:আপার প্রাইমারির শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী ছয় সপ্তাহের মধ্যে SSC-কে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ ।

অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর থাকা সত্ত্বেও অনেক চাকরিপ্রার্থীকে আপার প্রাইমারির তৃতীয় পর্যায়ের নথি যাচাইয়ে ডাকেনি SSC । তার বদলে প্রশিক্ষণহীন এবং কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডেকেছে কমিশন । এর বিরুদ্ধে প্রায় শতাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । গতকাল সেই মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে কমিশন তাদের অনেকের প্রশিক্ষণ নেই । অথচ প্রশিক্ষণপ্রাপ্তদের ডাকা হয়নি।"

আরও পড়ুন : অপ্রশিক্ষিতদের সঙ্গে প্রশিক্ষিতদেরও ডাকতে হবে, নির্দেশ হাইকোর্টের

NCTE-র নির্দেশিকা অনুযায়ী, নিয়োগে প্রথমে প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দিতে হবে । আইনজীবী অনিন্দ্য ব সু জানান, "আমার মক্কেল হিন্দির জন্য আবেদন করেছিলেন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত । অথচ SSC প্রশিক্ষণহীনদের নথি যাচাইয়ের জন্য ডেকেছে । আমার মক্কেলের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়নি । "

আরও পড়ুন : প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !

বিচারপতি শুনানির পর আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের নির্দেশ দেন SSC-কে ।

Intro:শাসক দলের সমর্থক না হলে মিলছে না লাইসে। Body:মানস নস্কর -

শাসক দলের সমর্থক না হলে মিলছে না মাছ ধরার লাইসেন্স, হাইকোর্টের দ্বারস্থ সুন্দরবনের জেলেরা

কলকাতা ১৩ জুনঃ
শাসক দলের সমর্থক না হলে মিলছে না মাছ ধরার লাইসেন্স, হাইকোর্টের দ্বারস্থ সুন্দরবন কুমিরমারি অঞ্চলের জেলরা।সুন্দরবনে মাছ ধরার বোট লাইসেন্স পাচ্ছেন না এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমিরমারির বাসিন্দা মদন মন্ডল, বনমালী মিস্ত্রী ও দিলীপ হালদাররা।
মামলাকারীদের আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরীর জানালেন,সুন্দরবনে দুরকমের নৌকা চলে।এক,ভুটভুটি যা বেয়াইনি।আর দুই,হাত নৌকা। হাত নৌকা চালিয়েও যদি মাছ ধরতে হয় তাহলে লাইসেন্স নিতে হবে বলে গত বছর সুন্দরবন জেলা কনজারভেটর একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেকে তাদের বিট অফিসারের থেকে মাছ ধরার লাইসেন্স সংগ্রহ করতে পারবে।কিন্ত জেলেরা জানাচ্ছে লাইসেন্স পাচ্ছেন শুধুমাত্র শাসক দলের সমর্থকরা।দিনের পর দিন বিট অফিসারের ঘরে হত্যে দিয়েও কিছু হচ্ছে না।এদের প্রত্যেকের বাড়ি সুন্দরবনের কুমিরমারি অঞ্চলে। এরা কুমিরমারির বিট অফিসারের সঙ্গে দেখা করেছেন।কিন্ত তিনি লাইসেন্সর ব্যাবস্থা করেন নি।এরপর সুন্দরবন টাইগার রিজার্ভের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্ত দেখা করতে পারেন নি।সেই জন্য বিট অফিসার ও টাইগার রিজার্ভের কাছে লিখিত আবেদন জানান।কিন্ত তাতেও কোন সাড়া মেলেনি।শেষে গতকাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন।মামলা দায়ের হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।
আইনজীবী জানালেন তার মক্কেলদের বক্তব্য হচ্ছে,"আমি একজন জেলে।আমার নৌকা রয়েছে। আমি আবেদন জানালে আমাকে লাইসেন্স দেওয়া হবে।কিন্ত কেন রাজনৈতিক মেরুকরণ করা হবে?আমি কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা দেখা হবে কেন?এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.