কলকাতা, 10 অক্টোবর: বিস্ফোরক অভিযোগ করলেন হরিদেবপুর কাণ্ডে (Haridevpur Murder Case) মৃত অয়ন মণ্ডলের বাবা ৷ এদিন তিনি অভিযোগ করলেন, হরিদেবপুর থানার পুলিশের কথাতেই তিনি বলেছিলেন, তাঁর ছেলের সঙ্গে বান্ধবী প্রীতি জানা এবং তাঁর মায়ের সম্পর্ক ছিল ৷ তাঁর দাবি, হরিদেবপুর থানার পুলিশের কথাতেই তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন, তাঁর ছেলে সঙ্গে বান্ধবী এবং তাঁর মায়ের দু’জনের সম্পর্ক ছিল ৷
প্রসঙ্গত, দশমীর দিন রাতে অয়ন মণ্ডল (Ayan Mondal) বান্ধবী প্রীতির বাড়িতে গিয়েছিলেন এক বন্ধুর বাইকে করে ৷ সেখানে অয়নকে নামিয়ে দিয়ে ওই বন্ধু ফিরে আসেন ৷ এরপর থেকে আর খোঁজ পাওয়া যায় না অয়ন মণ্ডলের ৷ অভিযোগ, বান্ধবী প্রীতি নাকি অয়নকে ডেকেছিল বাড়িতে ৷ আর বলেছিল বাড়িতে কেউ নেই ৷ কিন্তু, বাড়িতে ঢুকে অয়ন দেখে প্রীতি বাড়িতে নেই ৷ অভিযোগ অয়ন তাঁর বান্ধবীর বাড়িতে মদ্যপ অবস্থায় গিয়েছিলেন ৷ সেখানে বান্ধবীকে না পেয়ে, অয়ন তাঁর মাকে মারধর করে বলে অভিযোগ ৷ সেই সময় প্রীতির ভাই ভিতরের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং অয়নের মাথায় ভারী ও ভোঁতা কোনও বস্তু দিয়ে আঘাত করে ৷
সেই সময় প্রীতিও নাকি বাড়ি ফিরে এসেছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷ আর প্রীতিও তাঁর ভাইয়ের সঙ্গে অয়নকে মারধর করে ৷ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ এরপর প্রীতির বাবা-মা এবং তাঁর ভাইয়ের দুই বন্ধুর সাহায্য 6 জনে মিলে ঠান্ডা মাথায় অয়নের দেহ মগরাহাটে একটি নির্জন জায়গায় ফেলে দিয়ে আসে ৷ সেই ঘটনায় একটি টেম্পো ভাড়া করেছিল প্রীতির ভাইয়ের দুই বন্ধু ৷ সেই টেম্পোর চালককেও গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতার হওয়ার পর প্রীতির মা পুলিশকে জানিয়েছেন, তাঁর মেয়ে নাকি অন্তঃসত্ত্বা ছিল ৷ যদিও, তা নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷
আরও পড়ুন: অয়ন মণ্ডল খুনে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কিন্তু, এদিন অয়ন মণ্ডলের বাবা তাঁর আগের বয়ানের থেকে পুরোপুরি উলটো দাবি করেছেন ৷ তিনি জানিয়েছেন, পুলিশের শিখিয়ে দেওয়া কথাতেই নাকি তিনি প্রীতি এবং তাঁর মা দু’জনের সঙ্গে অয়নের সম্পর্কের কথা বলেছেন ৷ কিন্তু, হঠাৎ করে পুলিশের এমন কথায় তিনি রাজি হলেন কেন ? বা অভিযোগ করার পর, এখন সত্যিটা কেন বলছেন ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যার কোনও জবাব দেননি হরিদেবপুর কাণ্ডে মৃত যুবকের বাবা ৷