ETV Bharat / city

মণিপুরের যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার সল্টলেকে - saltlake

মণিপুরের এক যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হল সল্টলেকে। লিসা লিসাম নামে ইম্ফলের পাটসই এলাকার ওই যুবতির দেহ দুপুরে উদ্ধার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

author img

By

Published : Mar 12, 2019, 9:36 PM IST

বিধাননগর, ১২ মার্চ : মণিপুরের এক যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হল সল্টলেকে। লিসা লিসাম নামে ইম্ফলের পাটসই এলাকার ওই যুবতির দেহ দুপুরে উদ্ধার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকের GD ব্লকের এই ঘটনায় অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ওই যুবতির পরিবারকে।

সল্টলেকের GD ব্লকে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন বছর একুশের লিসা। সল্টলেকের হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা করতেন। আজ সকালে ঘরের বাথরুমে যান তিনি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও না বেরোনোয় সন্দেহ হয় অন্য বন্ধুদের। এরপরই বাথরুমের দরজা ভাঙা হলে লিসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। ঘটনাটি বিধাননগর দক্ষিণ থানায় জানানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনাস্থান থেকে যুবতির মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে এই মৃত্যুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, সকাল থেকেই স্বাভাবিক আচরণ করতে দেখা গেছে লিসাকে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ এই রহস্যমৃত্যুর কারণ জানতে তাঁর বন্ধুদের জিজ্ঞেসাবাদ করছে। পাশাপাশি যুবতির ফোনে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও কল লিস্ট চেক করছে। পরিবারের লোকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

বিধাননগর, ১২ মার্চ : মণিপুরের এক যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হল সল্টলেকে। লিসা লিসাম নামে ইম্ফলের পাটসই এলাকার ওই যুবতির দেহ দুপুরে উদ্ধার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকের GD ব্লকের এই ঘটনায় অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ওই যুবতির পরিবারকে।

সল্টলেকের GD ব্লকে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন বছর একুশের লিসা। সল্টলেকের হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা করতেন। আজ সকালে ঘরের বাথরুমে যান তিনি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও না বেরোনোয় সন্দেহ হয় অন্য বন্ধুদের। এরপরই বাথরুমের দরজা ভাঙা হলে লিসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। ঘটনাটি বিধাননগর দক্ষিণ থানায় জানানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনাস্থান থেকে যুবতির মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে এই মৃত্যুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, সকাল থেকেই স্বাভাবিক আচরণ করতে দেখা গেছে লিসাকে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ এই রহস্যমৃত্যুর কারণ জানতে তাঁর বন্ধুদের জিজ্ঞেসাবাদ করছে। পাশাপাশি যুবতির ফোনে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও কল লিস্ট চেক করছে। পরিবারের লোকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.