ETV Bharat / city

প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3600 টাকা

2 হাজার 600 টাকা থেকে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3 হাজার 600 টাকা হল ৷

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 26, 2019, 6:15 PM IST

Updated : Jul 26, 2019, 11:08 PM IST

কলকাতা, 26 জুলাই : প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3 হাজার 600 টাকা হল ৷ গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অর্থ দপ্তরের কাছে গ্রেড পে বাড়িয়ে 3 হাজার 600 টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে ৷ তাতে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর ৷ 1 অগাস্ট থেকে নতুন হারে বেতন কার্যকর হবে ৷

রাজ্যের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকরা 2 হাজার 600 টাকা গ্রেড-পে পেতেন । এই পে-ব‍্যান্ড (পে ব্যান্ড 2) অনুযায়ী তাঁদের বেতন ছিল 5 হাজার 400 টাকা থেকে 25 হাজার 200 টাকা ৷ সর্বভারতীয় বেতনক্রম অর্থাৎ PRT স্কেলের চালুর দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে সল্টলেকে অনশন করছিলেন একদল প্রাথমিক শিক্ষক ৷ কিন্তু, আর্থিক অনটনের কারণে সর্বভারতীয় বেতনক্রম অনুসারে 4 হাজার 200 টাকা গ্রেড-পে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার ৷ তবে, গ্রেড-পে বাড়িয়ে 3 হাজার 600 টাকা করার প্রস্তাব অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর : অনশনমঞ্চে অসুস্থ UUPTWA-এর রাজ্য সম্পাদিকা

এরপর আজ গ্রেড-পে বাড়ানোর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বেড়ে 3 হাজার 600 টাকা হয় ৷ অর্থাৎ পে ব্যান্ড 2 থেকে 3-এ যায় গ্রেড-পে ৷ ফলে তাঁদের নতুন পে-ব্যান্ড হচ্ছে 7,100-37,600 টাকা ৷ অন্যদিকে, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2 হাজার 300 টাকা থেকে বেড়ে 2 হাজার 900 টাকা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : বাড়তে পারে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে : সূত্র

কলকাতা, 26 জুলাই : প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3 হাজার 600 টাকা হল ৷ গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অর্থ দপ্তরের কাছে গ্রেড পে বাড়িয়ে 3 হাজার 600 টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে ৷ তাতে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর ৷ 1 অগাস্ট থেকে নতুন হারে বেতন কার্যকর হবে ৷

রাজ্যের প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকরা 2 হাজার 600 টাকা গ্রেড-পে পেতেন । এই পে-ব‍্যান্ড (পে ব্যান্ড 2) অনুযায়ী তাঁদের বেতন ছিল 5 হাজার 400 টাকা থেকে 25 হাজার 200 টাকা ৷ সর্বভারতীয় বেতনক্রম অর্থাৎ PRT স্কেলের চালুর দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে সল্টলেকে অনশন করছিলেন একদল প্রাথমিক শিক্ষক ৷ কিন্তু, আর্থিক অনটনের কারণে সর্বভারতীয় বেতনক্রম অনুসারে 4 হাজার 200 টাকা গ্রেড-পে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার ৷ তবে, গ্রেড-পে বাড়িয়ে 3 হাজার 600 টাকা করার প্রস্তাব অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর : অনশনমঞ্চে অসুস্থ UUPTWA-এর রাজ্য সম্পাদিকা

এরপর আজ গ্রেড-পে বাড়ানোর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বেড়ে 3 হাজার 600 টাকা হয় ৷ অর্থাৎ পে ব্যান্ড 2 থেকে 3-এ যায় গ্রেড-পে ৷ ফলে তাঁদের নতুন পে-ব্যান্ড হচ্ছে 7,100-37,600 টাকা ৷ অন্যদিকে, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2 হাজার 300 টাকা থেকে বেড়ে 2 হাজার 900 টাকা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : বাড়তে পারে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে : সূত্র

Intro:কলকাতা, 21 জুলাই: শহিদ দিবসে কী আন্তরিকতার অভাব? একদিকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তৃতা রাখছেন। অন‍্যদিকে, বাসেই বসে রয়েছেন বহু তৃণমূল কর্মী সমর্থকরা। কেউ আবার গাঢ় ঘুম দিচ্ছেন। গরমের জন্য কষ্টে নাকি আন্তরিকতার অভাবে স্টেজের সামনে যাচ্ছেন না মানুষ? প্রশ্ন থেকেই যায়।


Body:যদিও, অধিকাংশের বক্তব্য তাঁরা মঞ্চের সামনে থেকে ঘুরে এসেছেন, এখন একটু রেস্ট নিচ্ছেন। আবার কারো কারো বাসে থাকার যুক্তি, তাঁরা বাসে বসেই মুখ‍্যমন্ত্রীর বক্তব্য শুনছেন। বাসে বসেই চলছে দেদার খানাপিনা।


Conclusion:
Last Updated : Jul 26, 2019, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.