ETV Bharat / city

রাজ্যে হিংসা কমার কোনও লক্ষণ নেই : রাজ্যপাল - টুইট

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটাক্ষ রাজ্যপালের ৷

jagdeep dhankhar
জগদীপ ধনখড়
author img

By

Published : Jul 13, 2020, 11:28 AM IST

কলকাতা, 13 জুলাই : BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজ টুইটারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা কমার কোনও লক্ষণ নেই ৷

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ ভোরে ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ BJP-র ৷ এই ঘটনার পর টুইটারে ফের একবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল ৷

টুইটারে তিনি লেখেন, ‘‘রাজ্যে হিংসা-প্রতিহিংসা কমছে না ৷ বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু খুনের তত্ত্বের পাশাপাশি অন্যান্য গুরুতর বিষয়গুলি তুলে ধরল ৷ এই ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’’

  • Political violence and vendetta @MamataOfficial shows no signs of abating.

    Death of Debendra Nath Roy, Hemtabad MLA-Uttar Dinajpur District, raises serious issues including allegations of murder.

    Need for thorough impartial probe to unravel truth and blunt political violence.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 13 জুলাই : BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজ টুইটারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা কমার কোনও লক্ষণ নেই ৷

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ ভোরে ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ BJP-র ৷ এই ঘটনার পর টুইটারে ফের একবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল ৷

টুইটারে তিনি লেখেন, ‘‘রাজ্যে হিংসা-প্রতিহিংসা কমছে না ৷ বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু খুনের তত্ত্বের পাশাপাশি অন্যান্য গুরুতর বিষয়গুলি তুলে ধরল ৷ এই ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’’

  • Political violence and vendetta @MamataOfficial shows no signs of abating.

    Death of Debendra Nath Roy, Hemtabad MLA-Uttar Dinajpur District, raises serious issues including allegations of murder.

    Need for thorough impartial probe to unravel truth and blunt political violence.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.