ETV Bharat / city

Governor Wishes Subho Noboborsho : ধনকড়ের নববর্ষের শুভেচ্ছায় কবিগুরুর 'ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির'-এর বাংলার কামনা

রাজ্যবাসীকে নববর্ষ 1429’র শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar Wishes Subho Noboborsho 1429 to People of Bengal) ৷ আজ সকালে একটি টুইট করেন তিনি ৷ সেখানে নববর্ষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি ৷ পাশাপাশি, ভয়শূন্য এবং মাথা উঁচু করে বাঁচার কথাও বলেছেন রাজ্যপাল ৷

Governor Jagdeep Dhankar Wishes Subho Nobo Borsho 1429 to People of Bengal
Governor Jagdeep Dhankar Wishes Subho Nobo Borsho 1429 to People of Bengal
author img

By

Published : Apr 15, 2022, 10:28 AM IST

Updated : Apr 15, 2022, 10:36 AM IST

কলকাতা, 15 এপ্রিল : বঙ্গবাসীকে বাংলা নববর্ষ 1429’র শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar Wishes Subho Noboborsho 1429 to People of Bengal) ৷ সেই সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নাম না করে রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল ৷ কবিগুরুর লেখা ‘‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’’ পংক্তিটি তুলে ধরেন তিনি ৷ তাঁর কথায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির’ এর যে স্বপ্ন দেখেছিলেন, সেই চিন্তাধারা যেন পশ্চিমবঙ্গের সর্বত্র স্থাপিত হয় ৷

এ দিন রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই (Poila Boishakh Greetings by Governor Jagdeep Dhankar) ৷ শুভ নববর্ষ আপনার এবং আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক ! ভয়শূন্য চিত্ত এবং উচ্চ শিরের যে ভূমি স্বপ্ন কবিগুরু দেখেছিলেন, তা পশ্চিমবঙ্গের সর্বত্র ফলপ্রসূ হোক ৷’’

আরও পড়ুন : West Bengal Weather Update : বৃষ্টি পায়ে নতুন বর্ষের আবাহন, পূর্বাভাস আলিপুরের

রাজ্যপালের নববর্ষের এই শুভেচ্ছা বার্তার শেষের অংশটি রাজ্যের বর্তমান পরিস্থিতিকে নিয়ে বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ একের পর এক হিংসা, ধর্ষণের মতো অপরাধ ৷ যেখানে শাসকদলের নেতা-কর্মীদের নাম বারবার উঠে আসছে ৷ যা নিয়ে রাজ্যপাল স্বয়ং ক্ষুব্ধ ৷ তাই নববর্ষের শুভ সূচনায় মানুষ যাতে সত্যের পথ অবলম্বন করে এবং ভয় না পেয়ে, মাথা উঁচু করে সত্যের পক্ষ নেয় ৷ সেই বার্তাই দিতে চেয়েছেন রাজ্যপাল ৷

কলকাতা, 15 এপ্রিল : বঙ্গবাসীকে বাংলা নববর্ষ 1429’র শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar Wishes Subho Noboborsho 1429 to People of Bengal) ৷ সেই সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নাম না করে রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল ৷ কবিগুরুর লেখা ‘‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’’ পংক্তিটি তুলে ধরেন তিনি ৷ তাঁর কথায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির’ এর যে স্বপ্ন দেখেছিলেন, সেই চিন্তাধারা যেন পশ্চিমবঙ্গের সর্বত্র স্থাপিত হয় ৷

এ দিন রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই (Poila Boishakh Greetings by Governor Jagdeep Dhankar) ৷ শুভ নববর্ষ আপনার এবং আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক ! ভয়শূন্য চিত্ত এবং উচ্চ শিরের যে ভূমি স্বপ্ন কবিগুরু দেখেছিলেন, তা পশ্চিমবঙ্গের সর্বত্র ফলপ্রসূ হোক ৷’’

আরও পড়ুন : West Bengal Weather Update : বৃষ্টি পায়ে নতুন বর্ষের আবাহন, পূর্বাভাস আলিপুরের

রাজ্যপালের নববর্ষের এই শুভেচ্ছা বার্তার শেষের অংশটি রাজ্যের বর্তমান পরিস্থিতিকে নিয়ে বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ একের পর এক হিংসা, ধর্ষণের মতো অপরাধ ৷ যেখানে শাসকদলের নেতা-কর্মীদের নাম বারবার উঠে আসছে ৷ যা নিয়ে রাজ্যপাল স্বয়ং ক্ষুব্ধ ৷ তাই নববর্ষের শুভ সূচনায় মানুষ যাতে সত্যের পথ অবলম্বন করে এবং ভয় না পেয়ে, মাথা উঁচু করে সত্যের পক্ষ নেয় ৷ সেই বার্তাই দিতে চেয়েছেন রাজ্যপাল ৷

Last Updated : Apr 15, 2022, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.