ETV Bharat / city

শুভেন্দুর চিঠির প্রেক্ষিতে জরুরি পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

অবস্থান বদলের পরেই প্রতিহিংসামূলক রাজনীতির শিকার তিনি ও তাঁর ঘনিষ্ঠরা ৷ এমন অভিযোগ জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ যার প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জরুরি পদক্ষেপ করতে বলে চিঠি দিলেন রাজ্যপাল ৷

মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনকড়
মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 17, 2020, 11:03 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবস্থা নিতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একটি দু'পাতার চিঠি দিয়ে জরুরি পদক্ষেপ করতে বলেন তিনি ৷

গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই রাজ্যপালকে একটি চিঠি লেখেন ৷ চিঠিতে তিনি অভিযোগ করেন, "অবস্থান বদলাতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে ৷ আমার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেওয়া হচ্ছে ৷" সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করেন তিনি ৷

  • Called upon @MamataOfficial to take urgent measures on representation from Former Minister Suvendu Adhikari, apprehending false implication “in criminal cases out of political motivation and vendetta.”

    Such apprehensions,from one time associate call for correctional therapy. pic.twitter.com/lhRdGt93RL

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরই প্রেক্ষিতে আজ দু'পাতার চিঠিতে রাজ্যপাল লেখেন, " আপনার একসময়ের সহকর্মীর এই ধরনের উদ্বেগ কোথাও গিয়ে আইনের শাসনের দিকে আঙুল তুলছে ৷ সাংবিধানিক মূল্যবোধ ধরে রাখতে এবং আইনের শাসন বহাল রাখতে আত্মসমালোচনা এবং পরিস্থিতি সংশোধনের প্রয়োজন ৷ "

কলকাতা, 17 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবস্থা নিতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একটি দু'পাতার চিঠি দিয়ে জরুরি পদক্ষেপ করতে বলেন তিনি ৷

গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই রাজ্যপালকে একটি চিঠি লেখেন ৷ চিঠিতে তিনি অভিযোগ করেন, "অবস্থান বদলাতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে ৷ আমার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেওয়া হচ্ছে ৷" সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করেন তিনি ৷

  • Called upon @MamataOfficial to take urgent measures on representation from Former Minister Suvendu Adhikari, apprehending false implication “in criminal cases out of political motivation and vendetta.”

    Such apprehensions,from one time associate call for correctional therapy. pic.twitter.com/lhRdGt93RL

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরই প্রেক্ষিতে আজ দু'পাতার চিঠিতে রাজ্যপাল লেখেন, " আপনার একসময়ের সহকর্মীর এই ধরনের উদ্বেগ কোথাও গিয়ে আইনের শাসনের দিকে আঙুল তুলছে ৷ সাংবিধানিক মূল্যবোধ ধরে রাখতে এবং আইনের শাসন বহাল রাখতে আত্মসমালোচনা এবং পরিস্থিতি সংশোধনের প্রয়োজন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.