ETV Bharat / city

"প্রেস্টিজ ইশু না করে DA মামলার রায় মেনে নিন", মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মামলকারীদের - appeal for accept

DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে SAT-র সুপারিশ মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের ৷

সরকারি কর্মচারী সংগঠনের সভাপতি শ্যামল মিত্র
author img

By

Published : Jul 28, 2019, 11:15 AM IST

Updated : Jul 28, 2019, 1:08 PM IST

কলকাতা, 28 জুলাই: DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে নিয়ে SAT-এর সুপারিশ মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় ৷ সংগঠনের সভাপতি তথা DA মামলার মূল আবেদনকারী শ্যামল মিত্র বলেন, " মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক ৷ তাঁর কাছে আবেদন DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে SAT-এর সুপারিশ মেনে নিন ৷" তবে সরকার যদি SAT-এর নির্দেশিকা না মেনে সুপ্রিম কোর্টে যায় , তবে তার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় প্রস্তুত ৷

শ্যামলবাবু বলেন, "একমাসের মধ্যে যদি রাজ্য সরকার SAT-এর সুপারিশ না মানে, তাহলে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে যাব ৷ এমনকী সব কর্মচারী সংগঠনকে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব ৷ "

দেখুন ভিডিয়ো
DA মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ৷ কেন্দ্রীয় হারে DA দিতে রাজ্যকে নির্দেশিকা দিয়েছেন SAT-এর দুই বিচারপতি রঞ্জিত বাগ এবং সুবেশ দাশ ৷ ষষ্ঠ পে কমিশন লাগু হওয়ার আগে একমাসের মধ্যে বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ SAT-এর রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " সরকারি কর্মচারীদের বকেয়া DA দিতে তো চাই ৷ কিন্তু এত টাকা আসবে কোথা থেকে?"

আরও পড়ুন : কেন্দ্রের সমহারে রাজ্যকে DA দেওয়ার নির্দেশ স্যাটের, মেটাতে হবে বকেয়াও

রায় নিজেদের পক্ষে এলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে মামলাকারী সংগঠন । তাদের অনুমান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার ৷ তাই ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে তারা ৷

কলকাতা, 28 জুলাই: DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে নিয়ে SAT-এর সুপারিশ মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় ৷ সংগঠনের সভাপতি তথা DA মামলার মূল আবেদনকারী শ্যামল মিত্র বলেন, " মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক ৷ তাঁর কাছে আবেদন DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে SAT-এর সুপারিশ মেনে নিন ৷" তবে সরকার যদি SAT-এর নির্দেশিকা না মেনে সুপ্রিম কোর্টে যায় , তবে তার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় প্রস্তুত ৷

শ্যামলবাবু বলেন, "একমাসের মধ্যে যদি রাজ্য সরকার SAT-এর সুপারিশ না মানে, তাহলে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে যাব ৷ এমনকী সব কর্মচারী সংগঠনকে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব ৷ "

দেখুন ভিডিয়ো
DA মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ৷ কেন্দ্রীয় হারে DA দিতে রাজ্যকে নির্দেশিকা দিয়েছেন SAT-এর দুই বিচারপতি রঞ্জিত বাগ এবং সুবেশ দাশ ৷ ষষ্ঠ পে কমিশন লাগু হওয়ার আগে একমাসের মধ্যে বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ SAT-এর রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " সরকারি কর্মচারীদের বকেয়া DA দিতে তো চাই ৷ কিন্তু এত টাকা আসবে কোথা থেকে?"

আরও পড়ুন : কেন্দ্রের সমহারে রাজ্যকে DA দেওয়ার নির্দেশ স্যাটের, মেটাতে হবে বকেয়াও

রায় নিজেদের পক্ষে এলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে মামলাকারী সংগঠন । তাদের অনুমান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার ৷ তাই ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে তারা ৷

Intro:কলকাতা, ২৭ জুলাই : 'স‍্যাটের নির্দেশিকা যদি না মেনে রাজ‍্য যদি উচ্চ আদালতে যায় তার জন‍্য আমরাও পুরোপুরি প্রস্তুত । আমরা আইনি লড়াই এবং আন্দোলনে যাব। আইনি লড়াইয়ের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব । সুপ্রিম কোর্টে ক‍্যাভিয়েট করে রেখেছি। ' আজ ইটিভি ভারতের ক‍্যামেরার সামনে এভাবেই আত্ববিশ্বাসী মন্তব্য করলেন ডি এ মামলার মূল আবেদনকারী সংগঠন 'কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের' সভাপতি শ‍্যামল মিত্র। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন রাখেন, প্রেস্টিজ ইশু না করে স‍্যাটের সুপারিশ মেনে নিন।


Body:গতকাল রাজ‍্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় গিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ‌। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে রাজ‍্যকে নির্দেশিকা দিয়েছিলেন স‍্যাটের দুই বিচারপতি রঞ্জিত বাগ এবং সুবেশ দাশ। তারা ষষ্ঠ পে কমিশন লাগু হওয়ার আগে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশিকা দেন । এছাড়াও সরকারি কর্মচারীদের জন‍্য রায়ে ছিল আরও একগুচ্ছ খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় প্রসঙ্গে বলেছিলেন, 'সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ দিতে তো চাই । কিন্তু এত টাকা আসবে কোথা থেকে।' রায় নিজেদের পক্ষে এলেও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সিদুরে মেঘ দেখতে শুরু করেছে ডি এ মামলাকারী সরকারি কর্মচারী সংগঠন । তারা মনে করছেন স‍্যাটের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুভ করতে পারে রাজ‍্য সরকার। ফলে প্রস্তুতি নিয়ে রেখেছে ডি এ মামলার মূল আবেদনকারী সংগঠন 'কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ' । আজ সংগঠনের সভাপতি শ‍্যামল মিত্র ইটিভি ভারতকে বলেন, 'একমাসের মধ‍্যে যদি রাজ‍্য সরকার সুপারিশ না মানে তাহলে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে যাব। এমনকী সমস্ত কর্মচারী সংগঠনকে নিয়ে পথে আন্দোলনে নামব।'


Conclusion:
Last Updated : Jul 28, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.