কলকাতা, 28 জুলাই: DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে নিয়ে SAT-এর সুপারিশ মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় ৷ সংগঠনের সভাপতি তথা DA মামলার মূল আবেদনকারী শ্যামল মিত্র বলেন, " মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক ৷ তাঁর কাছে আবেদন DA মামলার রায়কে প্রেস্টিজ় ইশু না করে SAT-এর সুপারিশ মেনে নিন ৷" তবে সরকার যদি SAT-এর নির্দেশিকা না মেনে সুপ্রিম কোর্টে যায় , তবে তার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় প্রস্তুত ৷
শ্যামলবাবু বলেন, "একমাসের মধ্যে যদি রাজ্য সরকার SAT-এর সুপারিশ না মানে, তাহলে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে যাব ৷ এমনকী সব কর্মচারী সংগঠনকে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব ৷ "
আরও পড়ুন : কেন্দ্রের সমহারে রাজ্যকে DA দেওয়ার নির্দেশ স্যাটের, মেটাতে হবে বকেয়াও
রায় নিজেদের পক্ষে এলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে মামলাকারী সংগঠন । তাদের অনুমান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার ৷ তাই ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে তারা ৷