ETV Bharat / city

বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্যের BJP-তে যোগ - Kolkata

BJP-তে যোগদান করলেন প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বঙ্কিম ঘোষ । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ।

BJP-তে যোগদানের পর বঙ্কিম ঘোষ
author img

By

Published : Jul 8, 2019, 10:02 AM IST

Updated : Jul 8, 2019, 11:36 AM IST

কলকাতা, 8 জুলাই : মানুষের জন্য কাজ করতে চেয়ে BJP-তে যোগ বামপন্থী বঙ্কিমের । প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বঙ্কিম ঘোষ ICCR-প্রেক্ষাগৃহে BJP আয়োজিত একটি অনুষ্ঠানে পদ্ম শিবিরে যোগদান করলেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

বঙ্কিম ঘোষ BJP-তে যোগদানের পর বলেন, "দীর্ঘদিন বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলাম। দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে কাজ করছেন, সেটা দেখেই BJP-তে যোগ দিলাম । মানুষের জন্য কাজ করতে চাই। আর সেটা BJP-তে থেকেই করা সম্ভব ।"

দেকুন ভিডিয়ো

এক সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য ছিলেন বঙ্কিম ঘোষ । পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি কিছু সময়ের জন্য গ্রন্থাগারমন্ত্রীর দায়িত্বও পালন করেন । BJP সূত্রে জানা গেছে, আগামী দিনে প্রবীণ এই নেতাকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে ।

আরও পড়ুন : দলীয় কর্মীদের মৃত্যুতে নিজেকে অপরাধী মনে হয়, বলেই কাঁদলেন দিলীপ

বঙ্কিম ঘোষ হরিণঘাটার জাগুলির বাসিন্দা । 1983 সালে তিনি CPI(M)-এর সদস্য হন । সেবছরই গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । 2001 সাল থেকে 2011 পর্যন্ত হরিণঘাটার বিধায়ক ছিলেন ।

কলকাতা, 8 জুলাই : মানুষের জন্য কাজ করতে চেয়ে BJP-তে যোগ বামপন্থী বঙ্কিমের । প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বঙ্কিম ঘোষ ICCR-প্রেক্ষাগৃহে BJP আয়োজিত একটি অনুষ্ঠানে পদ্ম শিবিরে যোগদান করলেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

বঙ্কিম ঘোষ BJP-তে যোগদানের পর বলেন, "দীর্ঘদিন বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলাম। দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে কাজ করছেন, সেটা দেখেই BJP-তে যোগ দিলাম । মানুষের জন্য কাজ করতে চাই। আর সেটা BJP-তে থেকেই করা সম্ভব ।"

দেকুন ভিডিয়ো

এক সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য ছিলেন বঙ্কিম ঘোষ । পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি কিছু সময়ের জন্য গ্রন্থাগারমন্ত্রীর দায়িত্বও পালন করেন । BJP সূত্রে জানা গেছে, আগামী দিনে প্রবীণ এই নেতাকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে ।

আরও পড়ুন : দলীয় কর্মীদের মৃত্যুতে নিজেকে অপরাধী মনে হয়, বলেই কাঁদলেন দিলীপ

বঙ্কিম ঘোষ হরিণঘাটার জাগুলির বাসিন্দা । 1983 সালে তিনি CPI(M)-এর সদস্য হন । সেবছরই গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । 2001 সাল থেকে 2011 পর্যন্ত হরিণঘাটার বিধায়ক ছিলেন ।

Intro:07-07-19



সুজয় ঘোষ, কলকাতা




কলকাতা: প্রাক্তণ পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন মন্ত্রী বঙ্কিম ঘোষ আজ বিজেপিতে যোগ দিলেন। তিনি অল্প কিছু সময় গ্রন্থাগার মন্ত্রীও ছিলেন। প্রাক্তণ মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রীসভার মন্ত্রী ছিলেন বঙ্কিম ঘোষ। আজ কলকাতার ICCR পেক্ষাগৃহে বিজেপির দলীয় একটি বৈঠকে তিনি আনুষ্ঠিক ভাবে বিজেপিতে যোগদিল। তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।




বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ বঙ্কিম ঘোষ বিজেপি যোগদানের পর দলীয় সদস্য পদও নেন। তাকে আনুষ্ঠিক ভাবে দলের সদস্য পদও তুলে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গী। আগামী দিনে প্রবীণ এই মন্ত্রীকে বিজেপি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে।


আজ বিজেপিতে যোগ দেওয়ার পর বঙ্কিম ঘোষ বলেন, " দীর্ঘদিন বামপন্থিভাব ধারায় সঙ্গে যুক্তছিলাম। কিন্তু সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী যে ভবে কাজ করছে। সেটা দেখে আমি বিজেপিতে যোগদিলাম। মানুষের জন্য কাজ করতে চাই। সেটা বিজেপিতে সম্ভব"Body:কপিConclusion:
Last Updated : Jul 8, 2019, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.