কলকাতা, 19 অগাস্ট : তৃণমূলে যোগ দিলেন বাউল শিল্পী কার্তিক দাস । আজ তপসিয়ার তৃণমূল ভবনে সংসদীয় দলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন । কার্তিক দাস বাউল ছাড়াও আজ শাসকদলে যোগ দেন আরও এক বাউল শিল্পী লক্ষ্মণ দাস, বিশিষ্ট চিকিৎসক বাদল অশ্রু ঘাটা ও রানিগঞ্জ বণিকসভার সদস্য সন্দীপ ভারতীয়াসহ আরও কয়েকজন ।
2021-এ বিধানসভা নির্বাচন । তার আগে নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই রাজ্য ও জেলাস্তরে দলের সাংগঠনিক ক্ষেত্রে রদবদল করছে তৃণমূল সুপ্রিমো । যেমন, ছত্রধর মাহাতকে দলে নিয়েছে তারা । তাঁর হাত ধরে জঙ্গলমহলে নিজেদের ভিত শক্ত করার লক্ষ্য শাসকদলের ।
আরও পড়ুন : পাখির চোখ 2021, বড়সড় রদবদল তৃণমূলে
দেশ-বিদেশে বাউল শিল্পী হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে কার্তিক দাসের । 2015 সালে রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মান পান তিনি । এতদিন পর্যন্ত নিজেকে রাজনৈতিক বৃত্তের বাইরে রেখে এসেছিলেন তিনি । তবে আজ সরাসরি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ৷
আরও পড়ুন : ব্লক স্তরেও রদবদল ঘটাতে চলেছেন তৃণমূল নেত্রী
তৃণমূলে যোগদানের পরে কার্তিক দাস বাউল বলেন, "দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই গান গাওয়ার সূত্রে যাওয়া আসা করতে হয় । প্রচুর উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । আমি আবেদন রাখব উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে ।"