ETV Bharat / city

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কলকাতায় শিশুদের জন্য প্রথম সেফ হোম চালু

author img

By

Published : Jun 21, 2021, 8:43 PM IST

Updated : Jun 21, 2021, 9:57 PM IST

করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ মোকাবিলায় কলকাতায় প্রথম চালু হল শিশুদের জন্য সেফ হোম (Safe Home For Child) ৷ উত্তর কলকাতার পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনে এই সেফ হোম তৈরি করেছে কলকাতা পৌরনিগম ।

first safe home for child started at kolkata to prevent coronavirus third wave
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কলকাতায় চালু শিশুদের জন্য প্রথম সেফ হোম

কলকাতা, 21 জুন: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ শিশুদের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । শিশুদের বিপদের কথা মাথায় রেখে কলকাতায় এ বার শুরু হল শিশুদের জন্য সেফ হোম (Safe Home For Child) ৷ উত্তর কলকাতার পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনে শিশুদের জন্য প্রথম সেফ হোম তৈরি করেছে কলকাতা পৌরনিগম ।

আরজিকর হাসপাতালের লেডিস হস্টেলের ভিতরে 60 শয্যার সেফহোম শুরু হতে চলেছে । কলকাতার বুকে এটি প্রথম শিশুদের জন্য সেফহোম । এই সেফ হোমে শিশুদের সঙ্গে মায়ের থাকার ব্যবস্থা করা হয়েছে । প্রত্যেকটি ঘরে একজন মা তার শিশুকে নিয়ে থাকতে পারবেন । এখানে থাকবেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ থাকছে অক্সিজেনের ব্যবস্থাও । শিশুদের কথা ভেবে বাড়তি সর্তকতা নিচ্ছে কলকাতা পৌরনিগম।

এই সেফহোমটি পূর্ণবয়স্ক করোনা আক্রান্তদের জন্য করা হয়েছিল । একেকটি ঘরে দু'জন করে থাকার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু কলকাতায় করোনার সংক্রমণ কমে আসায় কলকাতা পৌরনিগম স্থির করে সেফহোমটিকে শিশুদের জন্য সেফ হোমে রূপান্তরিত করা হবে । সেইক্ষেত্রে মা এবং তার সন্তানকে একটি ঘরে রাখা হবে । মোট 76টি শয্য়া থাকলেও, প্রাথমিকভাবে 60টি বেড নিয়েই এই সেফ হোম তৈরি করা হবে ।

আরও পড়ুন: ভারতের করোনার ভ্যাকসিনেশন নিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ জেপি নাড্ডা

শিশুদের জন্য এই সেফ হোম তৈরিতে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সহযোগিতা করছে কলকাতা পৌরনিগমকে । শিশুদের যাতে সবরকম পরিচর্যা ঠিকমতো হয়, সেজন্য ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা পৌরনিগমের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে । পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, করোনার তৃতীয় স্রোতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আগাম ব্যবস্থা হিসেবেই পাইকপাড়ায় সেফ হোমটি শিশুদের জন্য তৈরি করা হচ্ছে । প্রশিক্ষিত ডাক্তার-নার্সের সঙ্গেই অক্সিজেন-সহ চিকিৎসার সমস্ত পরিকাঠামো থাকছে এই সেফ হোমে । কলকাতার বুকে এটাই প্রথম শিশুদের জন্য সেফহোম ।

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কলকাতায় শিশুদের জন্য প্রথম সেফ হোম চালু

তিনি জানিয়েছেন, বর্তমানে কলকাতায় মাত্র 3টি সেফ হোম চলছে । করোনার আক্রান্ত সংখ্যা ক্রমশ কমছে কলকাতায় । গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন মাত্র 83 জন । কিন্তু সংক্রমণ কমলেও সর্তকতা আলগা করতে চায় না পৌর কর্তৃপক্ষ । শিশুদের নিয়ে যেহেতু বিপদের বার্তা দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, তাই আগেভাগে সেফ হোম করে যাবতীয় ব্যবস্থা আঁটোসাঁটো করে রাখতে চাইছে পৌরনিগম । কলকাতা পৌরনিগমের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শিশুদের জন্য সুরক্ষার ব্যবস্থা নিতে প্রত্যেক কো-অর্ডিনেটর ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন । কারণ শিশুদের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর । যে সেফ হোমগুলি শিশুদের জন্য করা হবে, তাতে সেই সন্তানদের মায়েরাও যাতে থাকতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : করোনার প্রাদুর্ভাবের সময় মোকাবিলায় প্রস্তুত ছিল না বিশ্ব, সাহায্য করেছিল যোগব্যায়াম : মোদি

এ দিন মুক্তারামবাবু স্ট্রিটে গোয়েঙ্কা কলেজ হাসপাতালে একটি অক্সিজেন পার্লার শুরু হয় । তার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ । 32টি বেডের অক্সিজেন পার্লারের থাকবেন প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স । সেই সঙ্গেই এখানে একটি সেফ হোম তৈরি করা হয়েছে । এই মুহূর্তে শহরের করোনা আক্রান্তের সংখ্যা কম থাকায় সেফ হোমটি আপাতত চালু করা হয়নি । তবে যদি করোনার তৃতীয় ঢেউ আসে, সে ক্ষেত্রে সেফ হোমটি ব্যবহার করা হবে । অক্সিজেন পার্লারের সঙ্গেই সেফ হোম-এর পরিকাঠামো তৈরি রাখতে চায় কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 21 জুন: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ শিশুদের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । শিশুদের বিপদের কথা মাথায় রেখে কলকাতায় এ বার শুরু হল শিশুদের জন্য সেফ হোম (Safe Home For Child) ৷ উত্তর কলকাতার পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনে শিশুদের জন্য প্রথম সেফ হোম তৈরি করেছে কলকাতা পৌরনিগম ।

আরজিকর হাসপাতালের লেডিস হস্টেলের ভিতরে 60 শয্যার সেফহোম শুরু হতে চলেছে । কলকাতার বুকে এটি প্রথম শিশুদের জন্য সেফহোম । এই সেফ হোমে শিশুদের সঙ্গে মায়ের থাকার ব্যবস্থা করা হয়েছে । প্রত্যেকটি ঘরে একজন মা তার শিশুকে নিয়ে থাকতে পারবেন । এখানে থাকবেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ থাকছে অক্সিজেনের ব্যবস্থাও । শিশুদের কথা ভেবে বাড়তি সর্তকতা নিচ্ছে কলকাতা পৌরনিগম।

এই সেফহোমটি পূর্ণবয়স্ক করোনা আক্রান্তদের জন্য করা হয়েছিল । একেকটি ঘরে দু'জন করে থাকার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু কলকাতায় করোনার সংক্রমণ কমে আসায় কলকাতা পৌরনিগম স্থির করে সেফহোমটিকে শিশুদের জন্য সেফ হোমে রূপান্তরিত করা হবে । সেইক্ষেত্রে মা এবং তার সন্তানকে একটি ঘরে রাখা হবে । মোট 76টি শয্য়া থাকলেও, প্রাথমিকভাবে 60টি বেড নিয়েই এই সেফ হোম তৈরি করা হবে ।

আরও পড়ুন: ভারতের করোনার ভ্যাকসিনেশন নিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ জেপি নাড্ডা

শিশুদের জন্য এই সেফ হোম তৈরিতে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সহযোগিতা করছে কলকাতা পৌরনিগমকে । শিশুদের যাতে সবরকম পরিচর্যা ঠিকমতো হয়, সেজন্য ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা পৌরনিগমের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে । পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, করোনার তৃতীয় স্রোতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আগাম ব্যবস্থা হিসেবেই পাইকপাড়ায় সেফ হোমটি শিশুদের জন্য তৈরি করা হচ্ছে । প্রশিক্ষিত ডাক্তার-নার্সের সঙ্গেই অক্সিজেন-সহ চিকিৎসার সমস্ত পরিকাঠামো থাকছে এই সেফ হোমে । কলকাতার বুকে এটাই প্রথম শিশুদের জন্য সেফহোম ।

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কলকাতায় শিশুদের জন্য প্রথম সেফ হোম চালু

তিনি জানিয়েছেন, বর্তমানে কলকাতায় মাত্র 3টি সেফ হোম চলছে । করোনার আক্রান্ত সংখ্যা ক্রমশ কমছে কলকাতায় । গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন মাত্র 83 জন । কিন্তু সংক্রমণ কমলেও সর্তকতা আলগা করতে চায় না পৌর কর্তৃপক্ষ । শিশুদের নিয়ে যেহেতু বিপদের বার্তা দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, তাই আগেভাগে সেফ হোম করে যাবতীয় ব্যবস্থা আঁটোসাঁটো করে রাখতে চাইছে পৌরনিগম । কলকাতা পৌরনিগমের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শিশুদের জন্য সুরক্ষার ব্যবস্থা নিতে প্রত্যেক কো-অর্ডিনেটর ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন । কারণ শিশুদের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর । যে সেফ হোমগুলি শিশুদের জন্য করা হবে, তাতে সেই সন্তানদের মায়েরাও যাতে থাকতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : করোনার প্রাদুর্ভাবের সময় মোকাবিলায় প্রস্তুত ছিল না বিশ্ব, সাহায্য করেছিল যোগব্যায়াম : মোদি

এ দিন মুক্তারামবাবু স্ট্রিটে গোয়েঙ্কা কলেজ হাসপাতালে একটি অক্সিজেন পার্লার শুরু হয় । তার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ । 32টি বেডের অক্সিজেন পার্লারের থাকবেন প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স । সেই সঙ্গেই এখানে একটি সেফ হোম তৈরি করা হয়েছে । এই মুহূর্তে শহরের করোনা আক্রান্তের সংখ্যা কম থাকায় সেফ হোমটি আপাতত চালু করা হয়নি । তবে যদি করোনার তৃতীয় ঢেউ আসে, সে ক্ষেত্রে সেফ হোমটি ব্যবহার করা হবে । অক্সিজেন পার্লারের সঙ্গেই সেফ হোম-এর পরিকাঠামো তৈরি রাখতে চায় কলকাতা পৌরনিগম ।

Last Updated : Jun 21, 2021, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.