কলকাতা, 29 জুন: রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার ওয়ার্ডে উপনির্বাচন হয়(Municipal bye election result)৷ তার ফল বেরিয়েছে বুধবার ৷ চন্দননগরে একটি ওয়ার্ডে সিপিআই(এম) জয়যুক্ত হয়েছে । ওদিকে কংগ্রেসের ঝালদা পৌরসভায় উপনির্বাচনে একটি ওয়ার্ডে কংগ্রেস জিতেছে । এই ফলাফলকে হাতিয়ার করেই বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
এদিন তিনি বলেন, "এই ফলাফল থেকে মানতে হবে বাংলায় গণতন্ত্র আছে । নিরপেক্ষ নির্বাচন হয়, কেন্দ্রের পুলিশ না থাকলেও । ত্রিপুরায় কেন্দ্রের পুলিশ, রাজ্য সরকার মিলে নিরপেক্ষ নির্বাচন করতে দেয়নি ।"
সম্প্রতি একের পর এক হওয়া নির্বাচন ও আজকের উপনির্বাচনের ফল অনুসারে বামেরা ক্রমশ দ্বিতীয় স্থানে উঠে আসছে । অন্যদিকে বিজেপি কমছে । এদিনের ফলে পৌরসভার একটি ওয়ার্ড বাম ও একটি ওয়ার্ড কংগ্রেস পেলেও কোথাও বিজেপি পায়নি । এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "আমি এক নম্বরে আছি কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ । ক্লাসে প্রথম হচ্ছি আমি । দ্বিতীয় কে হচ্ছে সেটা নিয়ে লড়াই হতে পারে, কিন্তু তাতে আমার কী বলার আছে ।"
এছাড়াও এদিন রেশন কার্ড দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের(Dilip Ghosh) মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, "কারও নির্দিষ্ট সুবিধার জন্য সরকারি টাকা অপব্যবহার করা হয়নি । কেন্দ্রের নিজের নয়, বাংলার টাকা । মমতা বন্দ্যোপাধ্যায় এসে রেশন বন্টন ব্যবস্থা মজবুত করেছে ।"
আরও পড়ুন : তৃণমূলের প্রার্থীদের জয়ী করার জন্য ধন্যবাদ, টুইট মমতার
পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, "কেন্দ্রের সরকার অন্যায়ভাবে কাজ করছে । ওরা চিরকাল ক্ষমতায় থাকবে না । তখন ওদের পাপের সাজা ভুগতে হবে ।" মুড়ির উপর জিএসটি বসানোর বিষয় বিজেপিকে কটাক্ষ করেন হাকিম । তাঁর কথায়, "পাঁচ তারায় খেলে ছাড় । মুড়ি তেলে ভাজায় কর বসবে । গরিবের ভোটে ক্ষমতায় আসে আর থাকে বড়লোকের পাশে ।" এদিন মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু দিনে শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ।