কলকাতা, 26 জানুয়ারি: শুভেন্দু অধিকারীর দ্বিচারিতা মেনে নেবে না বাংলার মানুষ। কলকাতা পুরনিগমে সাধারণতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে এভাবেই দলত্যাগী নেতাকে একহাত নিলেন পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। নারদকাণ্ডে শুভেন্দু যে জড়িত, তা মনে করিয়ে দিয়ে ফিরহাদ তুলে আনেন অভিনেত্রী দেবলীনা দত্তকে ঘিরে চলা বিতর্কও। বিজেপি বাংলার মানুষের সংস্কৃতিকে অপমান করেছে বলেও তোপ দাগেন ফিরহাদ।
মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী দেবলীনাকে হুমকির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ''বিজেপি এখনও বাংলার মানুষকে বুঝতে পারেনি। বিজেপি বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে অপমান করছে। কুৎসা অপমানের রাজনীতি করছে। ওরা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তাই মানুষের ওপর ওদের কোনও আস্থা নেই।'' ফিরহাদের কথায়, ''কেউ যদি বিজেপির বিরোধিতা করেন, তাঁকে ধর্ষণ করে দেওয়ার হুমকি দিচ্ছে এরা। বাম জমানায় আমরা বহু আন্দোলন ও সংগ্রাম করেছি রাজ্য সরকারের বিরুদ্ধে। এই আন্দোলন করতে গিয়ে অনেক তৃণমূল সমর্থকের মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু এর আগে এই পর্যায়ে রাজনীতি কখনও যায়নি।'' তৃণমূলের শীর্ষ নেতার মতে, বিজেপি যে জায়গায় রাজনীতিেকে নিয়ে যাচ্ছে, তাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গুজরাত, উত্তরপ্রদেশের রাজনীতি বিজেপি বাংলায় করছে।
দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে ফিরহাদ বলেন, ''আজকের দিনে এই আন্দোলন যথাযথ। তার কারণ কৃষকদের ভাগ্য অন্যত্র বিক্রি করে দিচ্ছে প্রধানমন্ত্রী। তাই কৃষকরা বাধ্য হয়েছে রাস্তায় নেমে আন্দোলন করতে, প্রতিবাদ জানাতে।''
আরও পড়ুন:সাধারণতন্ত্র দিবস নেতাজিকে উৎসর্গ মমতার
সোমবার বিজেপির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তার প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম বলেছেন, ''সবাই ভাল, শুধু আমরা খারাপ। যদি তৃণমূল এত খারাপ হয়ে থাকে তাহলে এত বছর ধরে শুভেন্দু অধিকারী কেন তৃণমূলে ছিলেন? তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী যে আচরণ করছে তা সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না। এতদিন ধরে শুভেন্দু অধিকারী যে কোনও জনসভায় গেলে মুখ্যমন্ত্রী কত সাধারণভাবে থাকেন সেই কথাই তুলে ধরতেন। এখন হঠাৎ করে মুখ্যমন্ত্রী খারাপ হয়ে গিয়েছে এবং বিমান বসু, অধীর চৌধুরি তাঁর কাছে মহান হয়ে গিয়েছে। শুভেন্দুর এই দ্বিচারিতা কখনোই বাংলার মানুষ সমর্থন করবে না। নারদ কেলেঙ্কারিতে টাকা নেওয়ার মামলায় শ্রীরাধা কিমের সঙ্গে শুভেন্দু অধিকারী জড়িয়ে আছেন।'' ফিরহাদ বলেন, যদি তাঁকে দোষী প্রমাণ করে শাস্তি পেতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীকেও তার জন্য শাস্তি পেতে হবে।
গোটা দেশের সঙ্গেই কলকাতা পৌর নিগমের সদরদপ্তরে আজ পালিত হয় 72তম সাধারণতন্ত্র দিবস। বহু দেশনায়কের কর্মভূমি ছিল এই কলকাতা পুরনিগম। বহু স্বাধীনতা সংগ্রামীর চরণধূলি পড়েছে কলকাতা পুরনিগমের মাটিতে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায়ের মতো ব্যক্তিত্বরা জড়িয়ে রয়েছেন কলকাতা পুরনিগমের ইতিহাসের সঙ্গে। এ দিন কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক দেশের 72তম প্রজাতন্ত্র দিবস পালন করে শ্রদ্ধা নিবেদন করেন এই মহান ব্যক্তিদের।