কলকাতা, 3 নভেম্বর : সেন্ট্রাল অ্যাভিনিউর ঝুপড়ি আগুন ৷ এদিন সন্ধ্যেয় সেখানকার একটি ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ঝুপড়ির আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দাঁড়িয়ে থাকা ট্রাকেও । ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয় ।
ট্রাকের উপর উঠে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ । আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায় ৷ প্রথমে ঝুপড়ি খালি করে দেওয়া হয়। পরে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। সন্ধ্যা সাতটা ৪০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাকের উপর উঠে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে ক্রেনে করে ওই ট্রাকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভর সন্ধ্যায় আগুন লাগায় সেন্ট্রাল অ্যাভিনিউতে যানযটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়।
আরও পড়ুন : Alampur Fire Incident : আলমপুরে চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, 20টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে