ETV Bharat / city

এন্টালিতে জুতোর কারখানায় আগুন, পরে নিয়ন্ত্রণে

রাত ২টো নাগাদ এন্টালির একটি জুতোর কারখানায় আগুন লাগে। দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 19, 2019, 8:01 AM IST

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: রাত ২টো নাগাদ এন্টালির একটি জুতোর কারখানায় আগুন লাগে। কারখানাটি পদ্মপুকুরের বেচুলাল রোডে। কারখানায় দাহ্যবস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত ২টো নাগাদ আচমকা কারখানা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় সেখানে। কারখানাটির আশপাশে বসতি থাকায় আতঙ্কিত হয়ে প্রত্যেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থানে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন এবং পরে আরও ৩টি ইঞ্জিন যায়।

দমকল সূত্রে জানা গেছে, কারখানাটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: রাত ২টো নাগাদ এন্টালির একটি জুতোর কারখানায় আগুন লাগে। কারখানাটি পদ্মপুকুরের বেচুলাল রোডে। কারখানায় দাহ্যবস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত ২টো নাগাদ আচমকা কারখানা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় সেখানে। কারখানাটির আশপাশে বসতি থাকায় আতঙ্কিত হয়ে প্রত্যেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থানে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন এবং পরে আরও ৩টি ইঞ্জিন যায়।

দমকল সূত্রে জানা গেছে, কারখানাটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। ক্ষতির পরিমাণ জানা যায়নি।


New Delhi, Feb 19 (ANI): Ambassador of Islamic Republic of Iran Aki Chegani called on Vice President Venkaiah Naidu on Monday. VP Naidu and Ambassador Aki Chegani held meeting. The meeting comes amidst recent terrorist attacks on security forces in both the countries. Iran and India have slammed Pakistan for orchestrating the attack.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.