কলকাতা, 8 জুন : মঙ্গলবার সকালে তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ আজ সকালে হঠাৎই কামারহাটির বিধায়কের কলকাতার বাড়িতে আগুনের ফুলকি বেরতে দেখা যায় ৷ যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে ৷ মদনের বাড়ির নিরাপত্তারক্ষী আগুনটি দেখতে পান ৷ ওই নিরাপত্তারক্ষী দমকলে খবর দেন ৷ 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে ৷
আরও পড়ুন : 30 ঘণ্টা পরও গেঞ্জি কারখানায় জ্বলছে আগুন, খোঁজ নেই 4 শ্রমিকের
দুর্ঘটনার সময় মদন মিত্র তাঁর ভাবনীপুরের বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে ৷ ফলে তিনি এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন ৷ তবে, ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি ৷ তবে, বিষয়টি সঠিক সময়ে নজরে না এলে তা বড় আকার ধারণ করতে পারত বলে মনে করছে দমকলের কর্মীরা ৷ আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি কিংবা বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই দমকলের তরফে জানানো হয়েছে ৷ আগুন লাগার সঠিক কারণ জানতে দমকল তদন্ত শুরু করেছে ৷ খবর দেওয়া হয়েছে ভবানীপুর থানাতেও ৷ পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন : 30 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও নিভল না নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় আগুন