ETV Bharat / city

লেনিন সরণির বহুতলে আগুন, ঘটনাস্থানে দমকলের 15টি ইঞ্জিন - লেনিন সরণির একটি বাড়িতে আগুন

ঘটনাস্থানে প্রথমে দমকলের 6টি ইঞ্জিন আসে । পরে অতিরিক্ত 9টি ইঞ্জিন আনা হয়েছে ৷

fire-at-a-building-in-lenin-sarani-near-jyoti-cinema
fire-at-a-building-in-lenin-sarani-near-jyoti-cinema
author img

By

Published : Apr 2, 2021, 1:45 PM IST

Updated : Apr 2, 2021, 4:02 PM IST

কলকাতা, 2 এপ্রিল: ফের আগুন কলাকাতায় ৷ এবার লেনিন সরণির জ্যোতি সিনেমার কাছে একটি বহুতলে আগুন লাগল । কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা । ঘটনাস্থানে প্রথমে দমকলের 6টি ইঞ্জিন আসে । পরে অতিরিক্ত 9টি ইঞ্জিন আনা হয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।

দমকলের পাশাপাশি ঘটনাস্থানে রয়েছে তালতলা থানার পুলিশ । জানা গিয়েছে যে বহুতলে আগুন লেগেছে সেটিতে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে । সংস্থাগুলির কর্মীদের দ্রুত বহুতল থেকে নামিয়ে আনার কাজ শুরু করছে দমকল বাহিনী ।

লেনিন সরণির বহুতলে আগুন

আরও পড়ুন: দুর্গাপুরে জমা আবর্জনায় ভয়াবহ আগুন

ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীও । পাশাপাশি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছে লেনিন সরণির ট্রাফিক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন ৷ আগন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

কলকাতা, 2 এপ্রিল: ফের আগুন কলাকাতায় ৷ এবার লেনিন সরণির জ্যোতি সিনেমার কাছে একটি বহুতলে আগুন লাগল । কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা । ঘটনাস্থানে প্রথমে দমকলের 6টি ইঞ্জিন আসে । পরে অতিরিক্ত 9টি ইঞ্জিন আনা হয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।

দমকলের পাশাপাশি ঘটনাস্থানে রয়েছে তালতলা থানার পুলিশ । জানা গিয়েছে যে বহুতলে আগুন লেগেছে সেটিতে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে । সংস্থাগুলির কর্মীদের দ্রুত বহুতল থেকে নামিয়ে আনার কাজ শুরু করছে দমকল বাহিনী ।

লেনিন সরণির বহুতলে আগুন

আরও পড়ুন: দুর্গাপুরে জমা আবর্জনায় ভয়াবহ আগুন

ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীও । পাশাপাশি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছে লেনিন সরণির ট্রাফিক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন ৷ আগন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

Last Updated : Apr 2, 2021, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.