কলকাতা, 24 মার্চ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে ছড়ানো হচ্ছে ফেক নিউজ়। এই অভিযোগ তুলে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন এক আইনজীবী। তাঁর অভিযোগ করা চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, বিমানবন্দরের ঘটনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাতে।
রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করা যাচ্ছে না। আর তাই আক্রমণ করা হচ্ছে ব্যক্তিগতস্তরে। আজ সাংবাদিক বৈঠকে এই অভিযোগ এনেছেন ডায়মন্ডহারবারের বিদায়ি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার ওই সাংবাদিক বৈঠকে অভিষেক কয়েকটি প্রকাশিত খবর উল্লেখ করে বলেন, "অমিত শাহর ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেই কি এই গাত্রদাহ ? কোনও CCTV ফুটেজে যদি কেউ দেখাতে পারে দু'গ্রাম সোনা আমার স্ত্রীর ব্যাগে ছিল তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।"
কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ঘুরছিল প্রশ্নটা। পাঁচদিন আগে বাবুল সুপ্রিয় এবিষয়ে লকেট চ্যাটার্জির একটি টুইটকে রি-টুইট করেন। সেই টুইটে লেখা ছিল,"দু'কেজি সোনাসহ অভিষেকের স্ত্রীর ধরা পড়ার খবরটি নিয়ে কী কিছু বলবেন অভিষেক? এটা স্মাগলিংয়ের মতো গুরুতর অভিযোগ।" সূত্র জানাচ্ছে এরপরই এক আইনজীবী "ফেক নিউজ়" ছড়ানোর অভিযোগ করেন নির্বাচন কমিশনে। চিঠি দেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে।