ETV Bharat / city

রেল, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার 4 - শিয়ালদা আদালত

রেল, মেট্রো, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা । এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

Fake job racket in kolkata, 4 people arrested
রেল-মেট্রোতে চাকরি দেওয়ার নামে বড়োসড়ো প্রতারণা চক্র, গ্রেপ্তার 4
author img

By

Published : Feb 13, 2020, 2:33 AM IST

Updated : Feb 13, 2020, 4:40 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ভারতীয় রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ । তবে শুধু রেল নয়, কলকাতা মেট্রো, বিমান সংস্থা সহ একাধিক জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার নামে ফাঁদ পেতে ছিল চক্রটি । রেজিস্ট্রেশন ফির নামে নিয়েছে কয়েক লাখ টাকা । কিন্তু শেষ রক্ষা হল না । কলকাতা পুলিশের হাতে পর্দা ফাঁস হল চক্রের । ঘটনায় এক মহিলাসহ 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ তাদের শিয়ালদা আদালতে পেশ করা হবে ।

3 ফেব্রুয়ারি মানিকতলা থানায় একটি অভিযোগ দায়ের হয় । তাতে বলা হয়, রীতিমতো শারীরিক পরীক্ষা দিয়ে নিয়োগপত্র পেয়েছেন কয়েকজন । মেট্রো রেল এবং ইন্ডিগোর নিয়োগপত্র দেওয়া হয়েছিল কয়েকজনকে । তারা জানিয়েছে, যুগতি গ্রুপ প্রাইভেট লিমিটেড সংস্থার ব্যানারে কলকাতার একাধিক জায়গা সহ ট্রেনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল । সেখানে বলা হয়েছিল, নামমাত্র রেজিস্ট্রেশন ফির বিনিময়ে দেওয়া হচ্ছে চাকরি । বেকার যুবক যুবতিরা তাদের সঙ্গে যোগাযোগ করলে নেওয়া হয় মোটা টাকা রেজিস্ট্রেশন ফি । পরে মেডিকেল পরীক্ষার নামে আরও এক দফা টাকা নেওয়া হয় । রেলের চাকরির জন্য বলা হয়, কয়েক লাখ টাকা লাগবে । শারীরিক পরীক্ষার পর তাদের দেওয়া হয় ভুয়ো নিয়োগপত্র । কিছুদিন পর হঠাৎ বন্ধ হয়ে যায় অফিস । আর তখনই সন্দেহ হয় চাকরিপ্রার্থীদের । তার পরই তারা থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে কয়েকদিন আগে কামাক্ষা রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মাথাদের খোঁজ পাওয়া যায় । রাজু এখন পুলিশ হেপাজতে রয়েছে । তাকে জেরা করেই রানাঘাটের শক্তি বর্মণ, চাকদার পঙ্কজ ঘোষ, বিক্রম সেন এবং গোবরডাঙ্গার 38 বছরের সন্ধ্যা দাসের নাম জানা যায়। গতকাল তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ভারতীয় রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ । তবে শুধু রেল নয়, কলকাতা মেট্রো, বিমান সংস্থা সহ একাধিক জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার নামে ফাঁদ পেতে ছিল চক্রটি । রেজিস্ট্রেশন ফির নামে নিয়েছে কয়েক লাখ টাকা । কিন্তু শেষ রক্ষা হল না । কলকাতা পুলিশের হাতে পর্দা ফাঁস হল চক্রের । ঘটনায় এক মহিলাসহ 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ তাদের শিয়ালদা আদালতে পেশ করা হবে ।

3 ফেব্রুয়ারি মানিকতলা থানায় একটি অভিযোগ দায়ের হয় । তাতে বলা হয়, রীতিমতো শারীরিক পরীক্ষা দিয়ে নিয়োগপত্র পেয়েছেন কয়েকজন । মেট্রো রেল এবং ইন্ডিগোর নিয়োগপত্র দেওয়া হয়েছিল কয়েকজনকে । তারা জানিয়েছে, যুগতি গ্রুপ প্রাইভেট লিমিটেড সংস্থার ব্যানারে কলকাতার একাধিক জায়গা সহ ট্রেনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল । সেখানে বলা হয়েছিল, নামমাত্র রেজিস্ট্রেশন ফির বিনিময়ে দেওয়া হচ্ছে চাকরি । বেকার যুবক যুবতিরা তাদের সঙ্গে যোগাযোগ করলে নেওয়া হয় মোটা টাকা রেজিস্ট্রেশন ফি । পরে মেডিকেল পরীক্ষার নামে আরও এক দফা টাকা নেওয়া হয় । রেলের চাকরির জন্য বলা হয়, কয়েক লাখ টাকা লাগবে । শারীরিক পরীক্ষার পর তাদের দেওয়া হয় ভুয়ো নিয়োগপত্র । কিছুদিন পর হঠাৎ বন্ধ হয়ে যায় অফিস । আর তখনই সন্দেহ হয় চাকরিপ্রার্থীদের । তার পরই তারা থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে কয়েকদিন আগে কামাক্ষা রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মাথাদের খোঁজ পাওয়া যায় । রাজু এখন পুলিশ হেপাজতে রয়েছে । তাকে জেরা করেই রানাঘাটের শক্তি বর্মণ, চাকদার পঙ্কজ ঘোষ, বিক্রম সেন এবং গোবরডাঙ্গার 38 বছরের সন্ধ্যা দাসের নাম জানা যায়। গতকাল তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

Last Updated : Feb 13, 2020, 4:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.