ETV Bharat / city

প্রাক্তন WBCS অফিসারের পচাগলা দেহ উদ্ধার যাদবপুরে

যাদবপুরে প্রাক্তন WBCS অফিসারের মৃতদেহ উদ্ধার

যাদবপুরে প্রাক্তন WBCS অফিসারের মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Jul 23, 2019, 2:23 PM IST

যাদবপুর, 23 জুলাই : যাদবপুরে প্রাক্তন WBCS অফিসারের মৃতদেহ উদ্ধার ৷ এলাকারই একটি বাড়িতে একাই ভাড়া থাকতেন সুকৃতিভূষণ দত্ত নামে ওই প্রাক্তন WBCS অফিসার ৷ বয়স হয়েছিল 80 ৷

বাড়ির দোতলায় থাকতেন তিনি ৷ ভাড়াটে দরজা খুলছেন না । ভেসে আসছে পচা গন্ধ । বাড়িতে টেকা মুশকিল হয়ে গিয়েছিল । সেই সূত্রে বাড়ির মালিক খবর দেন যাদবপুর থানায় । গতরাতে পুলিশ আসে ঘটনাস্থানে । দোতলা বাড়ির উপর তলার দরজা খুলতেই দেখা যায় প্রাণহীন অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ । শরীরে পচন ধরেছে । এই মৃত্যু কি স্বাভাবিক ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য ? তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গতরাতে থানায় একটি ফোন আসে । বলা হয়, 37/3 ইব্রাহিমপুর রোডের বাড়ির দোতলা থেকে ভেসে আসছে পচা গন্ধ । বহু ডাকাডাকি পরেও দরজা খুলছিলেন না সুকৃতিভূষণবাবু । তড়িঘড়ি সেখানে যান কর্তব্যরত পুলিশ অফিসাররা । খোলা হয় দরজা । উদ্ধার হয় বৃদ্ধের দেহ । ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও সুইসাইড নোটও পায়নি ।

দেহ উদ্ধার করে পুলিশ MR বাঙুর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই ময়নাতদন্ত হচ্ছে । পুলিশ জানার চেষ্টা করছে এই মৃত্যু স্বাভাবিক না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ ।

যাদবপুর, 23 জুলাই : যাদবপুরে প্রাক্তন WBCS অফিসারের মৃতদেহ উদ্ধার ৷ এলাকারই একটি বাড়িতে একাই ভাড়া থাকতেন সুকৃতিভূষণ দত্ত নামে ওই প্রাক্তন WBCS অফিসার ৷ বয়স হয়েছিল 80 ৷

বাড়ির দোতলায় থাকতেন তিনি ৷ ভাড়াটে দরজা খুলছেন না । ভেসে আসছে পচা গন্ধ । বাড়িতে টেকা মুশকিল হয়ে গিয়েছিল । সেই সূত্রে বাড়ির মালিক খবর দেন যাদবপুর থানায় । গতরাতে পুলিশ আসে ঘটনাস্থানে । দোতলা বাড়ির উপর তলার দরজা খুলতেই দেখা যায় প্রাণহীন অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ । শরীরে পচন ধরেছে । এই মৃত্যু কি স্বাভাবিক ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য ? তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গতরাতে থানায় একটি ফোন আসে । বলা হয়, 37/3 ইব্রাহিমপুর রোডের বাড়ির দোতলা থেকে ভেসে আসছে পচা গন্ধ । বহু ডাকাডাকি পরেও দরজা খুলছিলেন না সুকৃতিভূষণবাবু । তড়িঘড়ি সেখানে যান কর্তব্যরত পুলিশ অফিসাররা । খোলা হয় দরজা । উদ্ধার হয় বৃদ্ধের দেহ । ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও সুইসাইড নোটও পায়নি ।

দেহ উদ্ধার করে পুলিশ MR বাঙুর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই ময়নাতদন্ত হচ্ছে । পুলিশ জানার চেষ্টা করছে এই মৃত্যু স্বাভাবিক না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ ।

Intro:কলকাতা, ২৩ জুলাই: ভাড়াটে দরজা খুলছে না। ভেসে আসছে পচা গন্ধ। বাড়িতে টেকা মুশকিল হয়ে গিয়েছিল। সেই সূত্রে বাড়ির মালিক খবর দেন যাদবপুর থানায়। গত রাতে পুলিশ আসে ঘটনাস্থানে। দোতলা বাড়ির ওপর তলার দরজা খুলতেই দেখা যায় প্রাণহীন অবস্থায় পড়ে রয়েছে এক বৃদ্ধ। শরীরে পচন ধরেছে। এই মৃত্যু কি স্বাভাবিক? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? তদন্ত শুরু করেছে যাদবপুর থানা।
Body:পুলিশ সূত্রে খবর, গত রাতে থানায় একটি ফোন আসে। বলা হয়, ৩৭/৩ ইব্রাহিমপুর রোডের বাড়ির দোতলা থেকে ভেসে আসছে পচা গন্ধ। বহু ডাকাডাকি পরেও দরজা খুলছে না ভাড়াটে। তড়িঘড়ি সেখানে যায় ডিউটিরত পুলিশ অফিসাররা। খোলা হয় দরজা। উদ্ধার হয় বৃদ্ধের দেহ। ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ পায়নি কোনো সুইসাইড নোট। জানা যায়, ওই ব্যক্তি একজন রিটায়ার্ড ডব্লিউ বি সি এস অফিসার। নাম সুকৃতি ভূষণ দত্ত। তিনি ওই বাড়ির দোতলা ভাড়া থাকতেন।
Conclusion:দেহটি উদ্ধার করে পুলিশ এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার ময়না তদন্ত হচ্ছে। পুলিশ জানার চেষ্টা করছে এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.