কলকাতা, 27 জুন : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি বিজ্ঞপ্তির দ্বারা ঘোষণা করেন, কোরোনা আবহে স্থগিত হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের বাকি থাকা যে পরীক্ষাগুলি 2, 6 ও 8 জুলাই হওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হল । এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে বাকি থাকা বিষয়গুলির মূল্যায়ন কীভাবে করা হবে ।
প্রায় তিন মাস ধরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দেশের ও রাজ্যের কোরোনা পরিস্থিতির, বিভিন্ন আদালতে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির উপর নজর রেখেছে এবং নিয়মিত আলোচনা চালিয়েছে । সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের 26 জুন 2020-র রায়ের সঙ্গে সংগতি রেখে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ গঠিত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে 2, 6 ও 8 জুলাইয়ে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, রসায়ন, অর্থনীতি, জার্নালিজ়ম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি, স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট- মোট 16 টি বিষয়ের পরীক্ষা বাকি রয়ে গিয়েছিল । বাকি থাকা বিষয়গুলির মূল্যায়ণ কীভাবে হবে তাও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে । এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলির মূল্যায়নের পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করা হবে । প্রয়োজনে শতকরা হারে ওই বিষয়ের নম্বর পরিগণিত হতে পারে । দ্রুত এই পদ্ধতিতে মূল্যায়নের কাজ সম্পন্ন করে জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।
অন্যদিকে, পড়ুয়াদের কথা মাথায় রেখে বিকল্প চিন্তার কথাও বলা হয়, এই পদ্ধতিতে মূল্যায়নে প্রাপ্ত নম্বরে কোনও পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র সেই সকল পরীক্ষার্থীদের আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে । ওই পরীক্ষাটিতে পরীক্ষাটি যে নম্বর পাবে সেটাই চূড়ান্ত এবং অপরিবর্তনীয় । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি 'স্বাভাবিক' হবে । যথাসময়ে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ ও নিয়মাবলী প্রকাশ করবে সংসদ ।