কলকাতা, 25 মে: ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে এবার রাজ্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে । আজ সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একথা বলেন নির্বাচনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ।
কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে এবার রাজ্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে । রাজ্যে ভোট পরবর্তী আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে রাজ্য প্রশাসনকেই । কমিশনের আর কোনও ভূমিকা নেই । "
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার প্রসঙ্গে বিবেক দুবে বলেন, "এবার রাজ্যে থেকে কেন্দ্রীয় বাহিনীও ফিরে যাবে । আজই 313 কম্পানি কেন্দ্রীয় বাহিনী ফিরে যাচ্ছে । "