ETV Bharat / city

All Party Meeting : বকেয়া পৌরসভা নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে কমিশনের ডাকে আজ সর্বদলীয় বৈঠক

নির্বাচন কমিশনে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার দুপুরে একটি বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (State Election Commission call all party meeting regarding municipal election) ৷ প্রাথমিকভাবে আগামী 22 জানুয়ারি রাজ্যের বাকি পৌরসভাগুলিতে নির্বাচনের দিনক্ষণ ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷

All Party Meeting
বকেয়া পৌরসভা নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে কমিশনের ডাকে আজ সর্বদলীয় বৈঠক
author img

By

Published : Dec 27, 2021, 1:55 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের ভাগ্য নির্ধারণ হতে না-হতেই নজরে রাজ্যের বাকি পৌরসভাগুলো। রাজ্যের বকেয়া পৌরসভাগুলির নির্বাচন নিয়ে ব্লু-প্রিন্ট সাজাতে সোমবার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার দুপুরে একটি বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (State Election Commission call all party meeting regarding municipal election)।

প্রাথমিকভাবে আগামী 22 জানুয়ারি রাজ্যের বাকি পৌরসভাগুলিতে নির্বাচনের দিনক্ষণ ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ চূড়ান্ত দিনক্ষণের বিষয়ে সোমের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এদিন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেই খবর ৷ আগামী মঙ্গলবার অথবা বুধবার তা প্রকাশ পেতে পারে বলে খবর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

আরও পড়ুন : Election Commission Press Conference : রাজ্যে বকেয়া পৌরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে সোমবার

করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্কে রাজ্য তথা দেশের মানুষ। এই পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো হবে, কেমন হবে সুরক্ষা ব্যবস্থা। এই সমস্ত বিষয়গুলিও উঠে আসবে আজকের আলোচনা সভায়। পাশাপাশি সম্প্রতি শেষ হওয়া কলকাতা পৌরভোট থেকে শিক্ষা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচন কীভাবে অবাধ ও শান্তিপূর্ণ করা যায়, সে বিষয়ে মতামত নেওয়া হলে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির।

কলকাতা, 27 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের ভাগ্য নির্ধারণ হতে না-হতেই নজরে রাজ্যের বাকি পৌরসভাগুলো। রাজ্যের বকেয়া পৌরসভাগুলির নির্বাচন নিয়ে ব্লু-প্রিন্ট সাজাতে সোমবার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার দুপুরে একটি বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (State Election Commission call all party meeting regarding municipal election)।

প্রাথমিকভাবে আগামী 22 জানুয়ারি রাজ্যের বাকি পৌরসভাগুলিতে নির্বাচনের দিনক্ষণ ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ চূড়ান্ত দিনক্ষণের বিষয়ে সোমের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এদিন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেই খবর ৷ আগামী মঙ্গলবার অথবা বুধবার তা প্রকাশ পেতে পারে বলে খবর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

আরও পড়ুন : Election Commission Press Conference : রাজ্যে বকেয়া পৌরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে সোমবার

করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্কে রাজ্য তথা দেশের মানুষ। এই পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো হবে, কেমন হবে সুরক্ষা ব্যবস্থা। এই সমস্ত বিষয়গুলিও উঠে আসবে আজকের আলোচনা সভায়। পাশাপাশি সম্প্রতি শেষ হওয়া কলকাতা পৌরভোট থেকে শিক্ষা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচন কীভাবে অবাধ ও শান্তিপূর্ণ করা যায়, সে বিষয়ে মতামত নেওয়া হলে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.