ETV Bharat / city

শীঘ্রই টেলিফোনে ক্লাসের জন্য চালু হচ্ছে টোল ফ্রি নম্বর, জানালেন শিক্ষামন্ত্রী - টেলিফোন ক্লাস

এবার টেলিফোনের মাধ্যমে নবম ও দশম শ্রেণির ক্লাস চালু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । শনিবার একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

telephone classes
টেলিফোন ক্লাস
author img

By

Published : Aug 2, 2020, 5:58 AM IST

কলকাতা, 2 অগাস্ট: আগেই জানা গেছিল বাংলার শিক্ষা পোর্টালে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার পর এবার টেলিফোনের মাধ্যমে ক্লাস চালু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । এনিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য এই নতুন পদ্ধতিতে ক্লাস চালু করা হচ্ছে । চালু হওয়ার পর এর কতটা ব্যবহার হচ্ছে, তা দেখে আরও ব্যাপ্তি ঘটানোর ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

পার্থবাবু বলেন, "আমরা প্রথমে অনলাইনে চেষ্টা করলাম । টেলিভিশনের মাধ্যমে পঠনপাঠনের চেষ্টা করলাম । এবার টেলিফোনের মাধ্যমে চেষ্টা করছি । যেখানে টেলিফোনের অপর প্রান্তে শিক্ষকরা থাকবেন এবং একটা টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে । সেই টোল ফ্রি নম্বরে তারা যোগাযোগ করতে পারবে । প্রাথমিকভাবে আমরা নবম ও দশম শ্রেণির জন্য শুরু করলাম । পরে এটার আরও ব্যাপ্তি ঘটানো হবে কি না তা এর সাফল্যের উপর নির্ভর করবে । এটা একটা ভালো উদ্যোগ । মধ্যশিক্ষা পর্ষদ ও শিক্ষাদপ্তর যৌথভাবে এটা করছে।"

পরে কি অন্য ক্লাসের পড়ুয়াদের জন্যও এই ব্যবস্থা চালু করা হবে ? শিক্ষামন্ত্রী বলেন, "এমন কোনও পরিকল্পনা করতে চাই না যা বাস্তবায়িত করতে গিয়ে সংকট দেখা দেয়। প্রথমে এর কতটা ব্যবহার হচ্ছে দেখি। আমাদের যে ক্লাসগুলো নেওয়া হত টেলিভিশনে তাতে আমরা ভালো সাড়া পেয়েছিলাম । এখন এটাকে টেলিফোনে নিয়ে যাওয়া হচ্ছে । ফোন করে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এবং শিক্ষকরাও তা বোঝাতে পারবেন।"

রাজ্যে কোরোনা সংক্রমণ শুরু হতেই 16 মার্চ থেকে বন্ধ হয়ে যায় রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । এরপর শুরু হয় লকডাউন । আর তা শুরুর কয়েকদিনের মধ্যেই পঠনপাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে স্কুল শিক্ষা দপ্তর । চালু হয় টেলিভিশনে ক্লাস । বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয় অ্যাক্টিভিটি টাস্ক । যা পড়ুয়াদের বাড়ি বসেই করতে বলা হয় । একাধিক দফায় আপলোড করা হয় অ্যাক্টিভিটি টাস্ক । সংযুক্ত করা হয় হিন্দি ও সাঁওতালি ভাষাও। ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় লেশন।

তবে রাজ্যের আর্থ-সামাজিক দিক থেকে ধরেই নেওয়া যায় অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে 100 শতাংশ পড়ুয়ার কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই এবার টেলিফোনের মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিল রাজ্য সরকার । প্রাথমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণির জন্য টেলিফোনের মাধ্যমে ক্লাস চালু করা হচ্ছে । বাংলার পাশাপাশি হিন্দি ও সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের জন্যও এই সুবিধা চালু করা হবে। কীভাবে হবে এই অনলাইন ক্লাস ? স্কুল শিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, একটা টোল ফ্রি নম্বর দিয়ে দেওয়া হবে । সেখানে নির্ধারিত সময়ের মধ্যে পড়ুয়ারা ফোন করলে তারা সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবে । সকাল 11টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা । তবে এখনও পর্যন্ত চালু হয়নি এই ব্যবস্থা । যদিও দ্রুতই তা চালু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ।

কলকাতা, 2 অগাস্ট: আগেই জানা গেছিল বাংলার শিক্ষা পোর্টালে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার পর এবার টেলিফোনের মাধ্যমে ক্লাস চালু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । এনিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য এই নতুন পদ্ধতিতে ক্লাস চালু করা হচ্ছে । চালু হওয়ার পর এর কতটা ব্যবহার হচ্ছে, তা দেখে আরও ব্যাপ্তি ঘটানোর ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

পার্থবাবু বলেন, "আমরা প্রথমে অনলাইনে চেষ্টা করলাম । টেলিভিশনের মাধ্যমে পঠনপাঠনের চেষ্টা করলাম । এবার টেলিফোনের মাধ্যমে চেষ্টা করছি । যেখানে টেলিফোনের অপর প্রান্তে শিক্ষকরা থাকবেন এবং একটা টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে । সেই টোল ফ্রি নম্বরে তারা যোগাযোগ করতে পারবে । প্রাথমিকভাবে আমরা নবম ও দশম শ্রেণির জন্য শুরু করলাম । পরে এটার আরও ব্যাপ্তি ঘটানো হবে কি না তা এর সাফল্যের উপর নির্ভর করবে । এটা একটা ভালো উদ্যোগ । মধ্যশিক্ষা পর্ষদ ও শিক্ষাদপ্তর যৌথভাবে এটা করছে।"

পরে কি অন্য ক্লাসের পড়ুয়াদের জন্যও এই ব্যবস্থা চালু করা হবে ? শিক্ষামন্ত্রী বলেন, "এমন কোনও পরিকল্পনা করতে চাই না যা বাস্তবায়িত করতে গিয়ে সংকট দেখা দেয়। প্রথমে এর কতটা ব্যবহার হচ্ছে দেখি। আমাদের যে ক্লাসগুলো নেওয়া হত টেলিভিশনে তাতে আমরা ভালো সাড়া পেয়েছিলাম । এখন এটাকে টেলিফোনে নিয়ে যাওয়া হচ্ছে । ফোন করে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এবং শিক্ষকরাও তা বোঝাতে পারবেন।"

রাজ্যে কোরোনা সংক্রমণ শুরু হতেই 16 মার্চ থেকে বন্ধ হয়ে যায় রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । এরপর শুরু হয় লকডাউন । আর তা শুরুর কয়েকদিনের মধ্যেই পঠনপাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে স্কুল শিক্ষা দপ্তর । চালু হয় টেলিভিশনে ক্লাস । বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয় অ্যাক্টিভিটি টাস্ক । যা পড়ুয়াদের বাড়ি বসেই করতে বলা হয় । একাধিক দফায় আপলোড করা হয় অ্যাক্টিভিটি টাস্ক । সংযুক্ত করা হয় হিন্দি ও সাঁওতালি ভাষাও। ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় লেশন।

তবে রাজ্যের আর্থ-সামাজিক দিক থেকে ধরেই নেওয়া যায় অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে 100 শতাংশ পড়ুয়ার কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই এবার টেলিফোনের মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিল রাজ্য সরকার । প্রাথমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণির জন্য টেলিফোনের মাধ্যমে ক্লাস চালু করা হচ্ছে । বাংলার পাশাপাশি হিন্দি ও সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের জন্যও এই সুবিধা চালু করা হবে। কীভাবে হবে এই অনলাইন ক্লাস ? স্কুল শিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, একটা টোল ফ্রি নম্বর দিয়ে দেওয়া হবে । সেখানে নির্ধারিত সময়ের মধ্যে পড়ুয়ারা ফোন করলে তারা সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবে । সকাল 11টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা । তবে এখনও পর্যন্ত চালু হয়নি এই ব্যবস্থা । যদিও দ্রুতই তা চালু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.