কলকাতা, 25 জুলাই : সারদা কাণ্ডে (Saradha Scam Case) লাল ডায়েরির পর এবার টেট-এসএসসি দুর্নীতি কাণ্ডে (TET-SSC Recruitment Scam Case) অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) কাছ থেকে উদ্ধার হল একটি কালো ডায়েরি । সেই ডায়েরিতে বিস্তারিতভাবে লেখা রয়েছে বেশ কিছু ব্যক্তির নাম এবং ঠিকানা-সহ ফোন নম্বর । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) সিজার লিস্টে এই কালো ডায়েরির উল্লেখ রয়েছে বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ।
গোয়েন্দারা অনুমান করছেন, সেই কালো ডায়েরিতে কোন খাতে কোনখান থেকে টাকা আসত এবং সেই টাকা কাদের দেওয়া হত, তার বিস্তারিত তথ্য সেখানে রয়েছে । ফলে সেটি আদালতে জানানো খুবই প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে খবর মিলেছে যে বেশ কিছু ব্যক্তি এবং বেশ কিছু বেসরকারি সংস্থার নাম সেই ডায়েরি থেকে তারা ইতিমধ্যেই পেয়েছে । বিদেশি মুদ্রা থেকে এত বিপুল পরিমাণে টাকা কীভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এসে পৌঁছালো, তার বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সেই ডায়েরি থেকে খুঁজে বের করেছেন তদন্তকারীরা ৷ গোয়েন্দাদের ধারণা, আগামিদিনে এই দুর্নীতির তদন্তে আরও তথ্য উঠে আসবে ৷
আরও পড়ুন : Arpita Mukherjee: এবার অর্পিতার আত্মীয়-স্বজনের উপর বিশেষ নজর ইডি'র