ETV Bharat / city

নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে, হিসেব নিতে বৈঠকে কমিশন

লোকসভা নির্বাচনের আগে গতকাল সকাল থেকে কলকাতায় শুরু হল রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে এক জরুরি বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উপস্থিতিতে শুরু হয় এই বৈঠক। ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে কমিশনের নির্দেশ মোতাবেক এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তার বিস্তারিত তথ্য পেতে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন
author img

By

Published : Mar 3, 2019, 2:15 AM IST

কলকাতা, ৩ মার্চ : সামনেই লোকসভা নির্বাচন। আর তাই গতকাল সকাল থেকে কলকাতায় শুরু হল রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে এক জরুরি বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উপস্থিতিতে শুরু হয়েছে এই বৈঠক। ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে কমিশনের নির্দেশ মোতাবেক এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তার বিস্তারিত তথ্য পেতে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সম্প্রতি নির্বাচন কমিশন জারি করেছে নতুন নির্দেশিকা। সূত্র জানাচ্ছে, সেই নির্দেশিকা নিয়ে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে। কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে এবার প্রার্থীকে তাঁর ও পরিবারের সকলের শেষ পাঁচ বছরের আয়করের বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া কোনও প্রার্থীর বিদেশে যদি স্থাবর-অস্থাবর সম্পত্তি বা দেনা থাকে তার বিস্তারিত তথ্য দিতে হবে কমিশনের কাছে এবং তা দিতে হবে হলফনামার মাধ্যমে। সেই কাজ কীভাবে করতে হবে, সেবিষয়ে বিস্তারিত আলোচনা হয় গতকালের বৈঠকে। পাশাপাশি, বুথে কমিশন নির্দিষ্ট সুবিধা একশো শতাংশ করা গেছে কি না তার হিসেবও নেওয়া হয়।

undefined

কলকাতা, ৩ মার্চ : সামনেই লোকসভা নির্বাচন। আর তাই গতকাল সকাল থেকে কলকাতায় শুরু হল রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে এক জরুরি বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উপস্থিতিতে শুরু হয়েছে এই বৈঠক। ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে কমিশনের নির্দেশ মোতাবেক এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তার বিস্তারিত তথ্য পেতে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সম্প্রতি নির্বাচন কমিশন জারি করেছে নতুন নির্দেশিকা। সূত্র জানাচ্ছে, সেই নির্দেশিকা নিয়ে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে। কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে এবার প্রার্থীকে তাঁর ও পরিবারের সকলের শেষ পাঁচ বছরের আয়করের বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া কোনও প্রার্থীর বিদেশে যদি স্থাবর-অস্থাবর সম্পত্তি বা দেনা থাকে তার বিস্তারিত তথ্য দিতে হবে কমিশনের কাছে এবং তা দিতে হবে হলফনামার মাধ্যমে। সেই কাজ কীভাবে করতে হবে, সেবিষয়ে বিস্তারিত আলোচনা হয় গতকালের বৈঠকে। পাশাপাশি, বুথে কমিশন নির্দিষ্ট সুবিধা একশো শতাংশ করা গেছে কি না তার হিসেবও নেওয়া হয়।

undefined
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.