কলকাতা, 1 নভেম্বর : আগের সমস্যাগুলি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দু'দিনের পরীক্ষামূলক চলাচল । ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত ফের পরীক্ষামূলকভাবে মেট্রো রেকগুলি চালানো হল । যদিও চলতি মাসের 15 তারিখ তিনদিনব্যাপী ট্রায়াল রান হয় । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) সূত্রে খবর, গত 3 দিনের ট্রায়াল রানে যে ত্রুটিগুলি ছিল সেগুলি কতখানি কাটিয়ে ওঠা গেছে সেটাই দেখা হল এবার ।
সূত্রের খবর, গত 3 দিনের পরীক্ষামূলক চলাচল যদি ত্রুটিমুক্ত হত তাহলে হয়তো এই মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অংশটির উদ্বোধনের সম্ভাবনা থাকত । তবে গত বছরের পরীক্ষামূলক চলাচল যে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত ছিল না, সে বিষয় মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল । মনে করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে এবছরই হয়তো শহরের উপর দিয়ে দৌড়বে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের মেট্রো ৷
কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "দুদিনের এই রান সম্পূর্ণ হয়েছে । শুক্রবার আমরা রিপোর্ট হাতে পাব । তারপরই সম্পূর্ণ ছবিটা আমাদের সামনে স্পষ্ট হবে ।" এবারের পরীক্ষামূলক চলাচলটি বুধবার শুরু হয়েছিল ৷ প্রথমদিন বেলা 12 টা থেকে 4টে পর্যন্ত ট্রায়াল রান হয় । বৃহস্পতিবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরীক্ষা চলে । এদিন ট্রায়ালে সিগন্যালিং ব্যবস্থা, বোর্ডে টাইমটেবিল, টিকিট কাউন্টার, ডোর ফ্রেমড মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার মেশিন, টিকিট পাঞ্চিং মেশিন, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর সহ আরও অন্য যন্ত্রগুলি আবারও পরীক্ষা করে দেখা হয় ।
মেট্রো সূত্রে খবর, পরীক্ষার সময় দেখা গিয়েছিল যে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরগুলি রেকের দরজার সঙ্গে সামঞ্জস্য রেখে খোলার বিষয় কিছু ত্রুটি রয়ে গিয়েছিল । দেখা যায়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরগুলি মেট্রোর গেট খোলার প্রায় 1 মিনিট পর খুলছে । এবার তাতে বিশেষ নজর দেওয়া হয় বলে জানা গেছে । এই সমস্যাটিকে অতিক্রম করার জন্য কলকাতা মেট্রো রেলের জেনেরাল ম্যানেজার সুনীল শর্মা আরও বেশ কয়েকটি চলাচলের নির্দেশ দিয়েছেন । ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের পরিষেবা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার আগে ধাপে ধাপে পরীক্ষা চলছে । এর আগেও অনেকবার হয়েছে পরীক্ষামূলক চলাচল ৷