ETV Bharat / city

Kolkata High Court :পুজো গাইডলাইনে হাইকোর্টের নির্দেশ ভঙ্গের অভিযোগে রাজ্য়কে নোটিশ - রাজ্য়কে নোটিশ মামলাকারীর

মামলাকারীর বক্তব্য, চিকিৎসকদের তরফে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে করোনা অতিমারি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বটে কিন্তু পুজোর মতো বড় উৎসবে গণ-সমাবেশে যদি রাশ টানা না-যায় সেক্ষেত্রে পুনরায় সংক্রমণ বাড়তে পারে ।

Kolkata High Court
পুজো নিয়ে হাইকোর্টের নির্দেশ ভঙ্গ করার অভিযোগ, রাজ্য়কে নোটিশ মামলাকারীর
author img

By

Published : Oct 6, 2021, 10:07 PM IST

কলকাতা, 6 অক্টোবর : দুর্গা পুজোর সময় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে রাজ্য সরকেরের নির্দেশিকায় মানা হয়নি হাইকোর্টের দেওয়া নির্দেশ ৷ এই অভিযোগে রাজ্য সরকারকে নোটিশ পাঠালেন এক মামলাকারী । গত বছরের মতো এ বছরও দুর্গা পুজোর সময় মণ্ডপগুলিতে 'নো এন্ট্রি' নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু রাজ্য সরকার যে 11 দফা নির্দেশ বা গাইডলাইন প্রকাশ করেছে সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মামলাকারী অজয় কুমার দে । অজয়বাবুর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন,"রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে, তার আগে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আদালতের অনুমতি চাওয়া হবে ।"

আরও পড়ুন : Tala Pratyay : অতিমারির আবহে নতুন জীবন শুরুর বার্তা টালা প্রত্যয়ের এবারের পুজোয়

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের মতো এ বছরও পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই 'নো এন্ট্রি'র নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । অর্থাৎ দর্শকরা মন্ডপের ভিতরে প্রবেশ করতে পারবে না । কিন্তু সম্প্রতি রাজ্য সরকার পুজোর বিষয়ে যে 11 দফা গাইডলাইন প্রকাশ করেছে সেখানে অঞ্জলি, সিঁদুর খেলা থেকে মণ্ডপের ঢোকা ও বেরোনোর জন্য পৃথক গেট রাখার কথা বলা হয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল দর্শকরা মন্ডপের মধ্যে প্রবেশ করতে পারবে না কিন্তু রাজ্যের গাইড লাইনে বলা হয়েছে, ছোট পরিসরে অঞ্জলি দেওয়া যাবে, সিঁদুর খেলা যাবে, প্রসাদ বিতরণ করা যাবে ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট বলা আছে কোনওরকম অঞ্জলি বা সিঁদুর খেলা করা চলবে না ।

মামলাকারীর বক্তব্য, চিকিৎসকদের তরফে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ৷ করোনা অতিমারি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বটে কিন্তু পুজোর মতো বড় উৎসবে গণ-সমাবেশে যদি না রাশ টানা যায় সেক্ষেত্রে পুনরায় সংক্রমণ বাড়তে পারে ।

কলকাতা, 6 অক্টোবর : দুর্গা পুজোর সময় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে রাজ্য সরকেরের নির্দেশিকায় মানা হয়নি হাইকোর্টের দেওয়া নির্দেশ ৷ এই অভিযোগে রাজ্য সরকারকে নোটিশ পাঠালেন এক মামলাকারী । গত বছরের মতো এ বছরও দুর্গা পুজোর সময় মণ্ডপগুলিতে 'নো এন্ট্রি' নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু রাজ্য সরকার যে 11 দফা নির্দেশ বা গাইডলাইন প্রকাশ করেছে সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মামলাকারী অজয় কুমার দে । অজয়বাবুর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন,"রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে, তার আগে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আদালতের অনুমতি চাওয়া হবে ।"

আরও পড়ুন : Tala Pratyay : অতিমারির আবহে নতুন জীবন শুরুর বার্তা টালা প্রত্যয়ের এবারের পুজোয়

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের মতো এ বছরও পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই 'নো এন্ট্রি'র নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । অর্থাৎ দর্শকরা মন্ডপের ভিতরে প্রবেশ করতে পারবে না । কিন্তু সম্প্রতি রাজ্য সরকার পুজোর বিষয়ে যে 11 দফা গাইডলাইন প্রকাশ করেছে সেখানে অঞ্জলি, সিঁদুর খেলা থেকে মণ্ডপের ঢোকা ও বেরোনোর জন্য পৃথক গেট রাখার কথা বলা হয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল দর্শকরা মন্ডপের মধ্যে প্রবেশ করতে পারবে না কিন্তু রাজ্যের গাইড লাইনে বলা হয়েছে, ছোট পরিসরে অঞ্জলি দেওয়া যাবে, সিঁদুর খেলা যাবে, প্রসাদ বিতরণ করা যাবে ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট বলা আছে কোনওরকম অঞ্জলি বা সিঁদুর খেলা করা চলবে না ।

মামলাকারীর বক্তব্য, চিকিৎসকদের তরফে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ৷ করোনা অতিমারি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বটে কিন্তু পুজোর মতো বড় উৎসবে গণ-সমাবেশে যদি না রাশ টানা যায় সেক্ষেত্রে পুনরায় সংক্রমণ বাড়তে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.