কলকাতা, 3 জানুয়ারি : 2 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচি (Duare Sarkar Programme) ৷ কিন্তু এর মধ্যেও রাজ্যের এই কর্মসূচি পেল নয়া সম্মান ৷ জাতীয় স্তরে সম্মানিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের স্বপ্নের 'দুয়ারে সরকার' ৷
সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে, কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া'র (সিএসআই) 19তম ই-গভর্নেন্স অ্যাওর্ডের প্রজেক্ট বিভাগে 'অ্যাওয়ার্ড অফ এক্সিলেনেস' সম্মানে পুরস্কৃত হয়েছে দুয়ারে সরকার ৷ ভারতের তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা সিএসআই ৷ সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে এই সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি । সেই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যের প্রকল্পের পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের এই কর্মসূচিকে সম্মানিত করল (duare sarkar programme of west bengal has received Award of Excellence) ৷
-
We are elated to share that @MamataOfficial's visionary initiative #DuareSarkar has received “Award of Excellence” under the Project Category of 19th Computer Society of India (CSI) SIG e-Governance Awards 2021!
— All India Trinamool Congress (@AITCofficial) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Good governance will always be a top priority for GoWB, we promise.
">We are elated to share that @MamataOfficial's visionary initiative #DuareSarkar has received “Award of Excellence” under the Project Category of 19th Computer Society of India (CSI) SIG e-Governance Awards 2021!
— All India Trinamool Congress (@AITCofficial) January 3, 2022
Good governance will always be a top priority for GoWB, we promise.We are elated to share that @MamataOfficial's visionary initiative #DuareSarkar has received “Award of Excellence” under the Project Category of 19th Computer Society of India (CSI) SIG e-Governance Awards 2021!
— All India Trinamool Congress (@AITCofficial) January 3, 2022
Good governance will always be a top priority for GoWB, we promise.
আরও পড়ুন : কলকাতার 16টি স্কুলে শুরু 15-18 বছর বয়সিদের টিকাকরণ
বিভিন্ন সরকরি কাজ, প্রকল্প ও কর্মসূচির সুবিধা নিতে রাজ্যের মানুষকে যাতে সরকারি দফতরে দফতরে ঘুরতে না হয়, সেই উদ্দেশ্যে 2021 বিধানসভা নির্বাচনের আগে গত বছর থেকে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বছরে দু'বার দুয়ারে সরকারের ক্যাম্প বসে ৷ রেশন কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান, জাতিগত শংসাপত্র, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা-সহ রাজ্যের একাধিক প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় এই ক্যাম্পগুলি থেকে ৷ রাজ্যের দাবি, প্রায় 60 শতাংশ মানুষ এই কর্মসূচি থেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন ৷