ETV Bharat / city

শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু 'দুয়ারে রেশন' - দুয়ারে রেশন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইস্তেহারে দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন । সেই মতো দুয়ারে রেশন প্রকল্প শুরু করছে খাদ্য দফতর ।

'Doare Ration' project will start from next Friday
'Doare Ration' project will start from next Friday
author img

By

Published : May 18, 2021, 6:37 PM IST

কলকাতা, 18 মে : আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প । মঙ্গলবার এই নিয়ে খাদ্য ভবনে বৈঠক করলেন খাদ্যসচিব ও ফুড কমিশনার । বৈঠকে উপস্থিত ছিলেন রেশন ডিলার সংগঠনের প্রতিনিধিরা । প্রত্যেক জেলার খাদ্য দফতরের আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে অংশগ্রহণ করেন ।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত প্রত্যেক জেলায় একটি করে রেশন দোকানে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হবে । তবে, ভৌগলিক কারণে পাহাড়ে পরিষেবা শুরু হচ্ছে না ৷ প্রাথমিক ভাবে কলকাতায় 6টি এবং জেলার 22টি রেশন দোকান নির্বাচিত হয়েছে । এই দোকানগুলি থেকে ডিলার একটি পাড়া বা গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবেন । যেহেতু করোনা প্রকোপ রয়েছে, তাই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে কোভিড বিধি মেনে । বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পর উপভোক্তা এবং রেশন ডিলারের প্রতিক্রিয়া নিয়ে ফের আগামী সোমবার বৈঠক হবে । এরপরই দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ ফেরানোর উদ্যোগ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইস্তেহারে দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন । সেই মতো দুয়ারে রেশন প্রকল্প শুরু করছে খাদ্য দফতর । জানা গিয়েছে, এই প্রকল্প চালাতে প্রতি কুইন্টালে 200 টাকা করে রেশন ডিলারদের কমিশন দিতে হবে ৷ প্যাকেজিং বাবদ আলাদা খরচ দেবে রাজ্য ৷

ভৌগলিক কারণে উত্তরবঙ্গের পাহাড় ও দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা কম ৷ রাজ্য সরকার মনে করছে, করোনার পরিস্থিতিতে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে উপকৃত হবেন মানুষ ৷ পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করা সম্ভব হবে ৷

কলকাতা, 18 মে : আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প । মঙ্গলবার এই নিয়ে খাদ্য ভবনে বৈঠক করলেন খাদ্যসচিব ও ফুড কমিশনার । বৈঠকে উপস্থিত ছিলেন রেশন ডিলার সংগঠনের প্রতিনিধিরা । প্রত্যেক জেলার খাদ্য দফতরের আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে অংশগ্রহণ করেন ।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত প্রত্যেক জেলায় একটি করে রেশন দোকানে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হবে । তবে, ভৌগলিক কারণে পাহাড়ে পরিষেবা শুরু হচ্ছে না ৷ প্রাথমিক ভাবে কলকাতায় 6টি এবং জেলার 22টি রেশন দোকান নির্বাচিত হয়েছে । এই দোকানগুলি থেকে ডিলার একটি পাড়া বা গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবেন । যেহেতু করোনা প্রকোপ রয়েছে, তাই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে কোভিড বিধি মেনে । বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পর উপভোক্তা এবং রেশন ডিলারের প্রতিক্রিয়া নিয়ে ফের আগামী সোমবার বৈঠক হবে । এরপরই দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ ফেরানোর উদ্যোগ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইস্তেহারে দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন । সেই মতো দুয়ারে রেশন প্রকল্প শুরু করছে খাদ্য দফতর । জানা গিয়েছে, এই প্রকল্প চালাতে প্রতি কুইন্টালে 200 টাকা করে রেশন ডিলারদের কমিশন দিতে হবে ৷ প্যাকেজিং বাবদ আলাদা খরচ দেবে রাজ্য ৷

ভৌগলিক কারণে উত্তরবঙ্গের পাহাড় ও দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা কম ৷ রাজ্য সরকার মনে করছে, করোনার পরিস্থিতিতে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে উপকৃত হবেন মানুষ ৷ পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করা সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.