ETV Bharat / city

করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা, প্রকাশ্যে রঙের উৎসব নিষিদ্ধ করার দাবি চিকিৎসকদের - সেকেন্ড ওয়েভ

করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কায় উদ্বেগে চিকিৎসকরা । হোলির আগে প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে হোলি না খেলার আবেদন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে ।

করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা
করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা
author img

By

Published : Mar 25, 2021, 2:10 PM IST

কলকাতা, 24 মার্চ : COVID-19 এর সেকেন্ড ওয়েভের আশঙ্কায় প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে হোলি খেলা, রং ও আবির দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানানো হল চিকিৎসকদের পাঁচটি যৌথ সংগঠন মঞ্চের তরফে।
রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের পাঁচটি যৌথ সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, রঙের উৎসব দোলযাত্রা এবং হোলি আসছে । রাজনৈতিক দলগুলির কাছে এই উৎসব ভোটের আগে জনসংযোগের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না কোনও রাজনৈতিক দল। COVID-19 সংক্রমণের সম্ভাবনার থেকে রাজনৈতিক দলগুলি অনেক বেশি চিন্তিত ভোট পাওয়া, না পাওয়া নিয়ে। আর এই সম্ভাবনার সঙ্গে যেখানে ধর্মীয় আবেগ জড়িত, সেখানে অন্য সব কিছু গৌণ।

আরও পড়ুন : করোনা বৃদ্ধিতে নন-কোভিড চিকিৎসা, ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাতের আশঙ্কা

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার বলেছেন, "আমাদের রাজ্যেও COVID-19 সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে। এই সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন মহলে আর্জি জানিয়েছি। এমনকি সব রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনেও আর্জি পৌঁছে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ আমাদের নজরে আসেনি।" তাঁরা আরও বলেন, "আমাদের মনে রাখতে হবে মহারাষ্ট্রে এখন ভয়ংকর ভাবে COVID-19 সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। COVID-19-এর সেকেন্ড ওয়েভের জেরে মহারাষ্ট্রের জনজীবন আজ প্রবল অনিশ্চয়তার সম্মুখীন। মহারাষ্ট্র থেকে ভারতের অন্যান্য রাজ্যে সংক্রমণের সম্ভাবনায় অবিলম্বে বাঁধ দিতে না পারলে দেশের পক্ষে তা অতি বিপজ্জনক হবে ।"

আরও পড়ুন : পরিস্থিতি এখনও উদ্বেগজনক, করোনা পরীক্ষা বাড়ানোর দাবি চিকিৎসকদের

চিকিৎসকদের পাঁচটি যৌথ সংগঠনের তরফে প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে , (১) অবিলম্বে মহারাষ্ট্রের সঙ্গে মানুষের যাতায়াতের পথ বন্ধ করা হোক। এই সময়ে এটা সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। (২) এ বছরের মতো প্রকাশ্যে হোলি খেলা, রং ও আবির দেওয়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। (৩) মাস্ক পরা বাধ্য করতে প্রশাসন যথার্থ দৃঢ় এবং সদর্থক পদক্ষেপ নিক। (৪) স্বাস্থ্যবিধি পালন করাতে রাজ্য প্রশাসন সর্বস্তরে ব্যবস্থা গ্ৰহণ করুক।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে । COVID-19 পরীক্ষার সংখ্যা দ্রুত বাড়িয়ে আক্রান্তদের চিহ্নিতকরণ ও সংক্রমিত স্থানগুলিকে প্রয়োজন অনুযায়ী বিচ্ছিন্ন করার কাজকে দ্রুত বাস্তবায়িত করে সেকেন্ড ওয়েভ মোকাবিলা করার প্রস্তুতি এখনই শুরু না হলে অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। COVID-19 এর কারণে আর কোনও সহকর্মী ও সহনাগরিকের বিচ্ছেদের সাক্ষী হতে চায় না চিকিৎসকদের এই মঞ্চ ।

কলকাতা, 24 মার্চ : COVID-19 এর সেকেন্ড ওয়েভের আশঙ্কায় প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে হোলি খেলা, রং ও আবির দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানানো হল চিকিৎসকদের পাঁচটি যৌথ সংগঠন মঞ্চের তরফে।
রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের পাঁচটি যৌথ সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, রঙের উৎসব দোলযাত্রা এবং হোলি আসছে । রাজনৈতিক দলগুলির কাছে এই উৎসব ভোটের আগে জনসংযোগের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না কোনও রাজনৈতিক দল। COVID-19 সংক্রমণের সম্ভাবনার থেকে রাজনৈতিক দলগুলি অনেক বেশি চিন্তিত ভোট পাওয়া, না পাওয়া নিয়ে। আর এই সম্ভাবনার সঙ্গে যেখানে ধর্মীয় আবেগ জড়িত, সেখানে অন্য সব কিছু গৌণ।

আরও পড়ুন : করোনা বৃদ্ধিতে নন-কোভিড চিকিৎসা, ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাতের আশঙ্কা

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার বলেছেন, "আমাদের রাজ্যেও COVID-19 সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে। এই সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন মহলে আর্জি জানিয়েছি। এমনকি সব রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনেও আর্জি পৌঁছে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ আমাদের নজরে আসেনি।" তাঁরা আরও বলেন, "আমাদের মনে রাখতে হবে মহারাষ্ট্রে এখন ভয়ংকর ভাবে COVID-19 সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। COVID-19-এর সেকেন্ড ওয়েভের জেরে মহারাষ্ট্রের জনজীবন আজ প্রবল অনিশ্চয়তার সম্মুখীন। মহারাষ্ট্র থেকে ভারতের অন্যান্য রাজ্যে সংক্রমণের সম্ভাবনায় অবিলম্বে বাঁধ দিতে না পারলে দেশের পক্ষে তা অতি বিপজ্জনক হবে ।"

আরও পড়ুন : পরিস্থিতি এখনও উদ্বেগজনক, করোনা পরীক্ষা বাড়ানোর দাবি চিকিৎসকদের

চিকিৎসকদের পাঁচটি যৌথ সংগঠনের তরফে প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে , (১) অবিলম্বে মহারাষ্ট্রের সঙ্গে মানুষের যাতায়াতের পথ বন্ধ করা হোক। এই সময়ে এটা সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। (২) এ বছরের মতো প্রকাশ্যে হোলি খেলা, রং ও আবির দেওয়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। (৩) মাস্ক পরা বাধ্য করতে প্রশাসন যথার্থ দৃঢ় এবং সদর্থক পদক্ষেপ নিক। (৪) স্বাস্থ্যবিধি পালন করাতে রাজ্য প্রশাসন সর্বস্তরে ব্যবস্থা গ্ৰহণ করুক।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে । COVID-19 পরীক্ষার সংখ্যা দ্রুত বাড়িয়ে আক্রান্তদের চিহ্নিতকরণ ও সংক্রমিত স্থানগুলিকে প্রয়োজন অনুযায়ী বিচ্ছিন্ন করার কাজকে দ্রুত বাস্তবায়িত করে সেকেন্ড ওয়েভ মোকাবিলা করার প্রস্তুতি এখনই শুরু না হলে অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। COVID-19 এর কারণে আর কোনও সহকর্মী ও সহনাগরিকের বিচ্ছেদের সাক্ষী হতে চায় না চিকিৎসকদের এই মঞ্চ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.