কলকাতা, 12 ফেব্রুয়ারি: কয়লাপাচার কাণ্ডের পান্ডা অনুপ মাঝি ওরফে লালার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের৷ যার জেরে আপাতত স্বস্তিতে সিবিআই ৷ গত 3 ফেব্রুয়ারি এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ তার নির্দেশে জানিয়েছিল, রেলের জায়গায় নির্বিঘ্নে তদন্ত করতে পারে সিবিআই। তবে রাজ্যের আওতাধীন এলাকায় তদন্ত করতে হলে রাজ্যের অনুমতি নিয়েই তদন্ত করতে পারবে সিবিআই৷ এই নির্দেশের উপরই শুক্রবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। তবে পরবর্তীতে এই অন্তর্বর্তী স্থগিতাদেশের বদল হতে পারে৷
আদালত সূত্রে খবর, আগামী 23 মার্চ-এর মধ্যে দু’পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। আগামী 27 এপ্রিল ফের শুনানি এই মামলার।
আরও পড়ুন: অনুপের আর্জি খারিজ হাইকোর্টের
কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল সিবিআই। পাশাপাশি অনুপ মাঝির তরফেও একটি আপিল করা হয়েছিল৷ যাতে সিবিআই তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ আপাতত না নেয় সেই আর্জি জানিয়েছিল অনুপ মাঝি। কিন্তু ডিভিশন বেঞ্চ এদিন সেই আর্জিও খারিজ করে দিয়েছে।
10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে মূল অভিযোগ, ইসিএলের এলাকায় সরকারি আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে খনি থেকে কয়লা উত্তোলন ও পাচার করছিল সে৷ পাশাপাশি, বেআইনি হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে।