বিধাননগর, 15 সেপ্টেম্বর: "বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি ৷" এবার তীব্র আক্রমণে অভিষেককে পালটা দিলেন দিলীপ ৷ বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) দিন পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে ৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি কপালে শ্যুট করতাম ৷
বিজেপির নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের হামলায় জখম পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে দেখতে গিয়ে বুধবার এ কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ আজ তাঁর পালটা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন নিউটাউনের (Newtown) ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি । উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন ? তাহলে গুলি করার কথা বলেন কীভাবে ?"
দিলীপ ঘোষ পুলিশ ও রাজ্য সরকারকে একহাত নেন ৷ তিনি বলেন, "এই পুলিশ ভবানীপুর থানায় টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পরে । টানা জাতীয় সড়কে লুঙ্গি বাহিনী তাণ্ডব করল । এই পুলিস কোথায় ছিল ? ফালতু বাকওয়াস করবেন না । আপনাদের দম জানা আছে । কারও টিকির নাগাল পেয়েছেন ? গুলি চালাবেন ? এতো হিম্মত ? কালীঘাটে ডায়লগ দেবেন । বাইরে আসবেন না (Dilip Ghosh criticises Abhishek Banerjee on shot in head remark) ।"
আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক
এদিন বিজেপি সাংসদকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের (Fire in PCR van) ঘটনায় মূল অভিযুক্তর সঙ্গে নিশীথ প্রামাণিকের ছবি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " যখন রাজপথে কয়েকশো কোটি টাকার সম্পত্তি জ্বলছিল, তখন এরা কোথায় ছিল ? কাউকে গ্রেফতার করেনি কেন ? যদি কেউ অপরাধী হয়, আইন তাকে সাজা দেবে । যদি দলের কারও সঙ্গে তাঁর ছবি থাকে, পুলিস তদন্ত করে দেখুক ।"