কলকাতা, 24 অগস্ট : যাঁরা ভোটের আগে রাজ্যে গেরুয়াকরণের সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, আজ তাঁরাই আমলা নিয়োগের পরীক্ষায় দলদাস ও ক্যাডার তৈরি করছেন ৷ ডাব্লিউবিসিএস (WBCS) পরীক্ষায় প্রশ্ন বিতর্ক সম্পর্কে করা প্রশ্নের উত্তরে কার্যত এই ভাষাতেই রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ উল্লেখ্যে, রাজ্যস্তরের সিভিল সার্ভিস পরীক্ষায় এবার এমন কিছু প্রশ্ন করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ এর মধ্যে একটি প্রশ্ন হল, ‘‘কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন (ক্ষমা প্রার্থনা) করেন?’’ ৷ এই প্রশ্নের চারটি বিকল্প উত্তর ছিল ৷ সেগুলি হল যথাক্রমে, ‘ভি ডি সাভারকর’, ‘বি জি তিলক’, ‘শুকদেব থাপার’ ও ‘চন্দ্রশেখর আজাদ’। স্বাভাবিকভাবেই এমন প্রশ্নপত্রে বেজায় চটেছে গেরুয়া শিবির ৷ তাদের বক্তব্য, সাভারকর কখনই ক্ষমা প্রার্থনা করে কোনও মুচলেকা দেননি ৷ আসলে বিজেপি তথা গেরুয়া পক্ষকে হেয় করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রশ্ন করা হয়েছে ৷ এছাড়া, পরীক্ষায় বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়েছে ৷ সমালোচনা শুরু হয়েছে তা নিয়েও ৷
আরও পড়ুন : Dilip Ghosh : বঙ্গভঙ্গ বঞ্চিত মানুষের দাবি, বিজেপির নয় : দিলীপ ঘোষ
মঙ্গলবার এই বিষয়টি নিয়েই দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তার উত্তরে দিলীপ বলেন, এক সময় পশ্চিমবঙ্গের রাজনীতির রং ছিল লাল ৷ এখন তা সবুজ হয়েছে ৷ দিলীপের মতে, শাসকদল ও সরকারের প্রতি অনুগত আমলা ও ক্যাডার তৈরি করার জন্যই প্রশাসক নিয়োগের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ইচ্ছাকৃতভাবে রাখা হচ্ছে ৷ দিলীপের বার্তা, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের বর্তমান শাসকদলের স্বার্থ ৷ অথচ ভোটের আগে এই দলই রাজ্য়ের গৈরিকীকরণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল !
এছাড়া, করোনা আবহে স্কুল খোলার ক্ষেত্রে রাজ্যের টালবাহানা নিয়েও তোপ দেগেছেন দিলীপ ৷ তাঁর সাফ কথা, কোভিড পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে ৷ সবথেকে বেশি সমস্যায় পড়েছেন নিম্নবিত্তরা ৷ মানুষের স্বার্থেই অফিস, কাছারি, ট্রেন পুরো দমে চালু হওয়া দরকার ৷ বিশেষজ্ঞদের পরামর্শ মেনে স্কুল চালু করার পক্ষেও সওয়াল করেছেন দিলীপ ৷ পাশাপাশি, এই ইস্যুকে তুলে ধরেই উপনির্বাচন নিয়ে রাজ্য তথা মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি তিনি ৷
প্রসঙ্গত, রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হেরে যান ৷ নিয়ম মাফিক, পরবর্তী ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে তাঁকে ৷ তাই উপনির্বাচন স্বয়ং মুখ্যমন্ত্রীর জন্যও অত্যন্ত জরুরি ৷ এদিকে, তাঁর দলের অভিযোগ, মমতাকে ঠেকাতেই কোভিডের দোহাই দিয়ে উপনির্বাচন ভেস্তে দিতে চাইছে কেন্দ্র তথা বিজেপি ৷ দিলীপের বক্তব্য, ‘‘একদিকে তিনি (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) উপনির্বাচন চাইছেন, আর অন্যদিকে ট্রেন বন্ধ রাখছেন ৷ এমন পরস্পর বিরোধিতা তো চলতে পারে না ৷’’
আরও পড়ুন : By Election : দ্রুত উপনির্বাচনে আশাবাদী মমতা, লোকাল ট্রেন নিয়ে খোঁচা দিলীপের
একইসঙ্গে, ইদানীংকালে কলকাতা শহরে যেভাবে জল জমছে, তার জন্যও রাজ্যের শাসকদলকেই দায়ী করেছেন দিলীপ ৷ তাঁর অভিযোগ, সিপিএমের আমল থেকে বেআইনিভাবে জলাভূমি ভরাট করে নির্মাণকাজ করা হচ্ছে ৷ বর্তমান সরকারের আমলে শাসকদলের সিন্ডিকেটগুলিই এই অনিয়মে জড়িয়েছে ৷ জড়িয়েছেন রাজ্য়ের নেতা ও মন্ত্রীরা ৷ ফলে বৃষ্টির জল বেরোতে পারছে না ৷ আটকে থাকছে দিনের পর দিন ৷ যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে ৷