ETV Bharat / city

বিমানবন্দরে সঠিকভাবে নজরদারি হচ্ছে না, অভিযোগ ডেপুটি মেয়র অতীন ঘোষের

বিমানবন্দর কর্তৃপক্ষ সঠিকভাবে বিদেশ থেকে আসা যাত্রীদের উপর নজরদারি করছে না। অভিযোগ ডেপুটি মেয়র অতীন ঘোষের ।

image
অতীন ঘোষ
author img

By

Published : Mar 19, 2020, 7:43 PM IST

কলকাতা, ১৯ মার্চ : বিমানবন্দরে নজরদারির অভাব রয়েছে । আজ এই অভিযোগ তুললেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । তাঁর অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষ সঠিকভাবে বিদেশ থেকে আসা যাত্রীদের উপর নজরদারি করছে না। কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অনেক সময় পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে বলেও জানান তিনি । বিদেশ থেকে আসা যাত্রীদের আইসোলেশনে থাকার প্রয়োজন রয়েছে কিন্তু বিমানবন্দর সঠিকভাবে তাঁদের নির্দেশ দিচ্ছে না বলেও তাঁর অভিযোগ । সেই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতেও আরও নজরদারি বাড়ানো উচিত বলেও জানিয়েছেন তিনি। একাধিক রাজ্য থেকে অনেকে এরাজ্য ও কলকাতায় আসছেন। সেই ক্ষেত্রে কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে বা শহরে ঢুকলে সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আরও কড়া নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন অতীনবাবু ।

একইসঙ্গে রাজ্যের চেকপোস্টগুলোতে থার্মাল স্ক্যানিংয়ের প্রয়োজন আছে । অনেকে প্রতিদিন একাধিক জায়গা থেকে সরকারি ও বেসরকারি বাসে রাজ‍্যে আসে। সেই ক্ষেত্রে বাসগুলিতেও নজরদারি চালানোর প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, ১৯ মার্চ : বিমানবন্দরে নজরদারির অভাব রয়েছে । আজ এই অভিযোগ তুললেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । তাঁর অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষ সঠিকভাবে বিদেশ থেকে আসা যাত্রীদের উপর নজরদারি করছে না। কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অনেক সময় পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে বলেও জানান তিনি । বিদেশ থেকে আসা যাত্রীদের আইসোলেশনে থাকার প্রয়োজন রয়েছে কিন্তু বিমানবন্দর সঠিকভাবে তাঁদের নির্দেশ দিচ্ছে না বলেও তাঁর অভিযোগ । সেই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতেও আরও নজরদারি বাড়ানো উচিত বলেও জানিয়েছেন তিনি। একাধিক রাজ্য থেকে অনেকে এরাজ্য ও কলকাতায় আসছেন। সেই ক্ষেত্রে কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে বা শহরে ঢুকলে সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আরও কড়া নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন অতীনবাবু ।

একইসঙ্গে রাজ্যের চেকপোস্টগুলোতে থার্মাল স্ক্যানিংয়ের প্রয়োজন আছে । অনেকে প্রতিদিন একাধিক জায়গা থেকে সরকারি ও বেসরকারি বাসে রাজ‍্যে আসে। সেই ক্ষেত্রে বাসগুলিতেও নজরদারি চালানোর প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.